https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে যা বললেন আইনমন্ত্রী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩, ৩:৩১

শেয়ার করুনঃ
মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে যা বললেন আইনমন্ত্রী

ঢাকা সফররত মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার (১১ অক্টোবর) দুপুরের পর সচিবালয়ে বৈঠকটি অনুষ্টিত হয়।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

বৈঠক শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, নির্বাচন নিয়ে মার্কিন পর্যবেক্ষক দল কোনো পরামর্শ দেয়নি, তারা শুধু জানতে চেয়েছে।

তিনি বলেন, তাদেরকে (মার্কিন পর্যবেক্ষক দল) বলছি শেখ হাসিনার সরকার অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন করার ব্যাপারে জনগেণের কাছে অঙ্গীকারবদ্ধ। নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূরর্ণ হবে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

আনিসুল হক বলেন, অবাধ ও নিরপেক্ষ হওয়ার জন্য নির্বাচন কমিশন আইনের কিছু পরিবর্তন চেয়েছিল। সেগুলো পরিবর্তনগুলো করা হয়েছে। তফসিল ঘোষণার পরপরই নির্বাচন সংক্রান্ত সবকিছু ইসির নিয়ন্ত্রণে চলে যাবে।

তিনি বলেন, সংলাপের বিষয়ে পর্যবেক্ষক দল জানতে চাননি। তবে, কেউ নির্বাচনে আসবে না এমন আশঙ্কা করা হচ্ছে কি না, সেটা জানতে চেয়েছেন। আমি বলেছি, শেখ হাসিনার সরকার চায় সব দল নির্বাচনে আসুক। কিন্তু কে নির্বাচনে আসবে, কে নির্বাচনে আসবে না- সেটা সেই দলের সিদ্ধান্ত।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এ সময় ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করে যে সাইবার নিরাপত্তা আইন করা হয়েছে সে বিষয়েও পর্যবেক্ষক দল জানতে চেয়েছেন জানিয়ে আইনমন্ত্রী বলেন, আমি তাদেরকে সেই পার্থক্যের কথা পরিষ্কারভাবে বলেছি।

এর আগে, একইদিনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন মার্কিন পর্যবেক্ষক দল। বৈঠক শেষে তিনি বলেন, আমাদের মিডিয়া পিপল একদম ফ্রি। আমরা কারও কণ্ঠরোধ করি না। কাজেই ভোট কারচুপি করে কেউ পার পাবে না বলে পর্যবেক্ষক দলকে জানিয়েছি।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

তিনি বলেন, তারা (পর্যবেক্ষক দল) চায় বাংলাদেশে একটু শান্তিপূর্ণ নির্বাচন। আমরাও সেটা চাই। নির্বাচন কমিশন একটা সুন্দর নির্বাচন উপহার দেবে। বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হবে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল ঢাকায় আসেন। দলটি ইতোমধ্যে আওয়ামী লীগ ও বিএনপিসসহ কয়েকটি রাজনৈতিকদলের সঙ্গে বৈঠক করেছে।

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

 ঢাবির শোভাযাত্রায় সংস্কৃতি ও ঐক্যের ঝলক

ঢাবির শোভাযাত্রায় সংস্কৃতি ও ঐক্যের ঝলক

বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। সোমবার সকাল ৯টায় শুরু হওয়া এ শোভাযাত্রায় অংশ নেন হাজারো মানুষ, যাঁদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সকালে সরেজমিনে দেখা যায়, চারুকলা প্রাঙ্গণজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। রঙ-বেরঙের আলোকসজ্জা, মুখোশ, কাঠের তৈরি শিল্পকর্ম, আর মানুষের প্রাণচাঞ্চল্যে এক ভিন্ন আবহ তৈরি হয়। সূর্য

স্বাগত ১৪৩২ : ভিন্ন আঙ্গিকে এবারের নববর্ষের আনন্দ শোভাযাত্রা

স্বাগত ১৪৩২ : ভিন্ন আঙ্গিকে এবারের নববর্ষের আনন্দ শোভাযাত্রা

আজ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪৩২। বরাবরের মতো নানা আয়োজনে উদ্‌যাপিত হতে যাচ্ছে বাংলা নতুন বছর। রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি বেসরকারি উদ্যোগেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবার ভিন্ন ভিন্ন আঙ্গিকে হচ্ছে নববর্ষের আনন্দ শোভাযাত্রা। এবার ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্য নিয়ে ইউনেস্কো স্বীকৃত মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ রাখা হয়েছে। বাংলা নববর্ষ উপলক্ষ্যে সকালে বাণী দিয়েছেন

রাশিয়ার তিন যুদ্ধজাহাজ চট্টগ্রামে, বাড়ছে নৌ মৈত্রী

রাশিয়ার তিন যুদ্ধজাহাজ চট্টগ্রামে, বাড়ছে নৌ মৈত্রী

রাশিয়ার তিন যুদ্ধজাহাজ চট্টগ্রামে, বাড়ছে নৌ মৈত্রী ডেস্ক রিপোর্ট ॥ চার দিনের শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ—‘রেজিক’, ‘হিরো অব দি রাশিয়ান ফেডারেশন আলদার সিডেনঝপভ’ এবং ‘পেচেঙ্গা’—চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। রোববার (১৩ এপ্রিল) চট্টগ্রাম বন্দরে পৌঁছালে চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার জাহাজ তিনটির কর্মকর্তা ও নাবিকদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত, রুশ মিলিটারি, এয়ার

নববর্ষে ঐতিহ্য, সংস্কৃতি ও জাতীয় ঐক্যের বার্তা প্রধান উপদেষ্টার

নববর্ষে ঐতিহ্য, সংস্কৃতি ও জাতীয় ঐক্যের বার্তা প্রধান উপদেষ্টার

পহেলা বৈশাখ উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বাংলা ১৪৩২ সালের প্রথম দিনকে সামনে রেখে রোববার (১৩ এপ্রিল) এক শুভেচ্ছাবার্তায় তিনি এ শুভেচ্ছা জানান। তিনি বলেন, “শুভ নববর্ষ ১৪৩২। বাংলা নববর্ষের এ আনন্দঘন উপলক্ষে আমি দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ‘পহেলা বৈশাখ’ বাঙালি সংস্কৃতির অন্যতম অনন্য ও লালিত উৎসব। এটি কেবল একটি ক্যালেন্ডারের

রাজনৈতিক সংস্কারে গতি চান প্রধান উপদেষ্টা

রাজনৈতিক সংস্কারে গতি চান প্রধান উপদেষ্টা

জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া দ্রুততর করার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ডিসেম্বর মাসে সম্ভাব্য জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তিনি এই আহ্বান জানান শনিবার বিকেলে যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে। সেখানে কমিশনের দুই সদস্য প্রফেসর আলী রীয়াজ এবং ড. বদিউল আলম মজুমদারের সঙ্গে তার মতবিনিময় হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী