কমেছে প্রবাসী আয়, ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: রবিবার ১লা অক্টোবর ২০২৩ ০৯:০৪ অপরাহ্ন
কমেছে প্রবাসী আয়, ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন

গত ৪১ মাসে সর্বনিম্ন প্রবাসী আয় দেশে এসেছে সেপ্টেম্বর মাসে। প্রবাসী আয়সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের শেষ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে অভিবাসী শ্রমিকরা ১.৩৪ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন, যা ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন।


টানা তৃতীয় মাসের মতো বাংলাদেশের প্রবাসী আয় কমেছে। চলতি বছরের সেপ্টেম্বরে আগের বছরের চেয়ে রেমিট্যান্স ১৩ শতাংশ কমেছে।


গত জুলাই ও আগস্টে প্রবাসী আয় এসেছিল যথাক্রমে ১.৯৭ বিলিয়ন ডলার এবং ১.৫৯ বিলিয়ন ডলার। আর জুনের রেমিট্যান্স ছিল ২.১ বিলিয়ন ডলার।