ঈদে ঘরমুখো যাত্রীদের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে এবং মহাসড়কে যানজট নিরসনে গাজীপুরের চন্দ্রা এলাকায় অতিরিক্ত ২শ’ পুলিশ মোতায়েন থাকবে।
এ ছাড়া যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সাদা পোশাকেও মোতায়েন থাকবে পুলিশ।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, সালনা হাইওয়ে থানা পুলিশের পাশাপাশি চন্দ্রা মোড়ে ২০০ জন হাইওয়ে পুলিশ মোতায়ন থাকবে। তারা মহাসড়কে যানজট নিরসনে কাজ করবে। এ ছাড়া পরিবহন মালিকরা যাতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, সেজন্য সাদা পোশাকেও মোতায়েন থাকবে পুলিশ।
তিনি বলেন, নির্দিষ্ট জায়গা ছাড়া যাত্রী ওঠানামা করা নিষেধ।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের ২৬টি জেলার মানুষ যাতায়াত করে। তাই ভোগান্তি কমাতে ইতোমধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের নির্মাণাধীন সফিপুর, গোড়াই ও নাওজোড় ফ্লাইওভার ও ব্রিজগুলো আগের ঈদের ন্যায় যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। ফলে স্বস্তিতে যাতায়াত করতে পারবে ঘরমুখো মানুষ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।