প্রকাশ: ২৬ জুলাই ২০২১, ২১:২০
সোমবার (২৬ জুলাই) থেকে সীমিত পরিসরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সেবা কার্যক্রম চালু করার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।
গত রবিবার (২৫ জুলাই) বিআরটিএ পরিচালক (ইঞ্জিনিয়ার) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সীমিত পরিসরে কঠোর স্বাস্থ্যবিধি মেনে ২৬ জুলাই ২০২১ তারিখ থেকে শুধুমাত্র জরুরি প্রয়োজন বিবেচনায় বি আর টি এ’র বিভিন্ন মেট্রো ও জেলা সার্কেল অফিস থেকে মোটরযান রেজিস্ট্রেশন এবং বিভিন্ন অ্যাকনলেজমেন্ট স্লিপ যেমন- রুট পারমিট সনদ নবায়ন,
অস্থায়ী মোটরযান চালনার অনুমতি পত্রের মেয়াদ, মালিকানা বদলির আবেদন, মোটরযান রেজিস্ট্রেশন সনদ প্রাপ্তি ইত্যাদি কার্যক্রমের মেয়াদ বর্ধিতকরণ চালু থাকার কথা বলা হলেও পরবর্তিতে ২৬ জুলাই (সোমবার) একটি জরুরী বিজ্ঞপ্তির মাধ্যমে তা বাতিল করা হয়।বিজ্ঞপ্তিতে আরও বলা হয় পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত বি আর টি এ’র সকল কার্যক্রম যথারীতি পূর্বের ন্যায় বন্ধ থাকবে।