প্রকাশ: ২৪ জুন ২০২১, ০:৫২
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারাদেশে ১৪ দিনের পূর্ণ শাটডাউনের সুপারিশ করেছে করোনা মোকাবিলায় গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
বুধবার (২৩ জুন) কমিটির ৩৮তম সভায় এ সুপারিশ করা হয়। বৃহস্পতিবার (২৪ জুন) জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মুহাম্মদ সহিদুল্লাহ প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় আরও ৮১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা হলো ১৩ হাজার ৮৬৮ জন। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৫৮ জন।
যা দেশে গত ৭৪ দিনের মধ্যে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। ফলে করোনায় দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৮ লাখ ৭২ হাজার ৯৩৫ জন।
#ইনিউজ৭১/জিয়া/২০২১