https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

৬০ কিমি দূরে ইয়াস, দুপুরে আছড়ে পড়ার শঙ্কা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২১, ১০:৭

শেয়ার করুনঃ
৬০ কিমি দূরে ইয়াস, দুপুরে আছড়ে পড়ার শঙ্কা

বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াস-এর কেন্দ্রস্থল ভারতের ওড়িশার ধামরা থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে। আজ বুধবার (২৬ মে) দুপুরের দিকে এটি ওড়িশা উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়বে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দফতর।

ভারতের আবহাওয়া দফতরের ভোর ৫টার বুলেটিনে জানানো হয়, অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াস উত্তর এবং উত্তর-পশ্চিম দিক দিয়ে স্থলভাগের আরও কাছাকাছি চলে এসেছে। বঙ্গোপসাগরের ২০ ডিগ্রি ৭ মিনিট উত্তর অক্ষাংশ এবং ৮৭ ডিগ্রি ৪৫ মিনিট পূর্ব দ্রাঘিমায় তা অবস্থান করছে এটি।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

আর পশ্চিমবঙ্গে দিঘা থেকে অতি প্রবল এই ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থল মাত্র ১০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। তবে এটি সবচেয়ে বেশি কাছাকাছি অবস্থান করছে ওড়িশার। পারাদ্বীপ থেকে ৯০ কিলোমিটার পূর্ব এবং উত্তরপূর্বে রয়েছে ইয়াস।

আবহাওয়াবিদদের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াস যে গতি নিয়ে স্থলভাগের দিকে এগিয়ে আসছিল, সর্বশেষ ৬ ঘণ্টায় তা আরও বেড়েছে। শেষ ৬ ঘণ্টায় ঘণ্টা প্রতি ১৫ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ইয়াস।ফলে আছড়ে পড়ার সময় ইয়াসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৫৫ কিলোমিটার। তবে আজ বুধবার ভোর সাড়ে ৫টা নাগাদ উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল ১৩০ থেকে ১৪০ কিলোমিটার।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এদিকে, বাংলাদেশের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।

দেশের সমুদ্রবন্দরগুলোর মধ্যে বাগেরহাটের মোংলা সমুদ্রবন্দরের সবচেয়ে কাছে রয়েছে ঘূর্ণিঝড়টি। মোংলা সমুদ্রবন্দর থেকে ৩২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে ইয়াস।আজ বুধবার (২৬ মে) সকালে ইয়াস সম্পর্কিত ১৫ নম্বর বিশেষ বুলেটিনে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

তাতে বলা হয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াস আজ ভোররাত ৩টায় (২৬ মে) চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫১৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫০৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৩২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৩৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকট সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৮৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ১৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। ইয়াস আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ দুপুর নাগাদ উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

অতি প্রবল ঘূর্ণিঝড় অতিক্রমের সময় খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও চট্টগ্রাম জেলাগুলোয় এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোয় ভারি থেকে অতি ভারি বৃষ্টিসহ ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

ইয়াস ও পূর্ণিমার প্রভাবে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও চট্টগ্রাম জেলাগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে ৬ ফুট অধিক উচ্চতার জোয়ারে প্লাবিত হতে পারে।উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে বলেও বিশেষ বুলেটিনে উল্লেখ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি আট বিভাগে: আবহাওয়া দফতর

আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি আট বিভাগে: আবহাওয়া দফতর

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের আট বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার দেয়া পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া ফরিদপুর, সিরাজগঞ্জ, ফেনী এবং যশোর অঞ্চলে মৃদু তাপপ্রবাহ চলমান রয়েছে, তবে তা কিছু কিছু স্থানে

বিদেশি বিনিয়োগে দেশে আগে এত অনুকূল পরিবেশ ছিল না: প্রধান উপদেষ্টা

বিদেশি বিনিয়োগে দেশে আগে এত অনুকূল পরিবেশ ছিল না: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশে আগে কখনো এত অনুকূল পরিবেশ ছিল না। মঙ্গলবার (৮ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনা বিনিয়োগকারীদের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, গত আট মাস ধরে বাংলাদেশে বিনিয়োগ সহজ করার লক্ষ্যে কার্যক্রম চালানো হচ্ছে এবং বর্তমান পরিবেশ বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য অত্যন্ত উপযোগী। প্রধান উপদেষ্টা আরও বলেন,

সারাদেশে চালু হচ্ছে সরকারি ফার্মেসি, কমবে ভোগান্তি

সারাদেশে চালু হচ্ছে সরকারি ফার্মেসি, কমবে ভোগান্তি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান জানিয়েছেন, দেশের প্রতিটি সরকারি হাসপাতাল চত্বরে সরকারি ফার্মেসি চালু করতে যাচ্ছে সরকার। মঙ্গলবার (৮ এপ্রিল) গণমাধ্যমকে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গুণগত ও মানসম্পন্ন ওষুধ সাশ্রয়ী মূল্যে মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অধ্যাপক সায়েদুর রহমান বলেন, “দেশে ২৫০ ধরনের বহুল

 প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের প্রতিনিধিদল

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের প্রতিনিধিদল

দক্ষিণ কোরিয়ার বিশিষ্ট বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাংয়ের নেতৃত্বে একটি উচ্চপদস্থ প্রতিনিধিদল বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকটি অনুষ্ঠিত হয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়, যা ছিল বাংলাদেশ বিনিয়োগ বোর্ড আয়োজিত চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিন।  বৈঠকে, বাংলাদেশে বিনিয়োগের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

অপরাধীরা ধরা না পড়া পর্যন্ত অভিযান থামবে না: প্রেস সচিব

অপরাধীরা ধরা না পড়া পর্যন্ত অভিযান থামবে না: প্রেস সচিব

গাজায় ইসরাইলি হামলা ও গণহত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ চলাকালে সহিংসতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। ইতিমধ্যে হামলা ও ভাঙচুরের ঘটনায় দুটি মামলা দায়েরের পাশাপাশি ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।   বিবৃতিতে জানানো হয়, সোমবার ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে গাজায় নিরীহ মানুষের ওপর