https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

স্বাস্থ্যবিধি মেনে মসজিদে ঈদের নামাজ আদায়ের নির্দেশ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২১, ১১:৩২

শেয়ার করুনঃ
স্বাস্থ্যবিধি মেনে মসজিদে ঈদের নামাজ আদায়ের নির্দেশ
স্বাস্থ্যবিধি মেনে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।


বুধবার (১২ মে) রাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে তিনি এ নির্দেশ দেন।


সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, আমি দৃঢ় কণ্ঠে আপনাদের জানাচ্ছি, পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাবলীসহ গত ২৬ এপ্রিল ধর্মমন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাতের বিষয়ে উক্ত বিজ্ঞপ্তি বহাল থাকবে।


তিনি বলেন, স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করুন। সবাইকে ঈদের শুভেচ্ছা।


এর আগে ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতির কারণে মুসল্লিদের জীবনের ঝুঁকি বিবেচনায় এ বছর ঈদের নামাজের জামাত নিকটস্থ মসজিদে আদায় করার অনুরোধ করা হলো।

প্রয়োজনে একই মসজিদে একাধিক জামাতের আয়োজন করা যাবে।


#ইনিউজ৭১/এনএইচএস২০২১

এ সম্পর্কিত আরও পড়ুন

 রাজনৈতিক উগ্রতা রুখতে সরকারের শক্ত অবস্থান-মাহফুজ আলম

রাজনৈতিক উগ্রতা রুখতে সরকারের শক্ত অবস্থান-মাহফুজ আলম

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম স্পষ্ট করে দিয়েছেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টির কোনো প্রচেষ্টা সরকার সহ্য করবে না। তিনি বলেন, নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে কোনো গোষ্ঠী বা ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না। সরকার প্রয়োজন হলে কঠোর অবস্থান নেবে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বাংলাদেশে চরমপন্থার সম্ভাবনা উল্লেখ করা হয়েছে, তবে সরকার এ ধরনের প্রবণতা রুখতে দৃঢ়প্রতিজ্ঞ। রাজনৈতিক ও ধর্মীয় উগ্রতা প্রতিরোধে সর্বাত্মক প্রচেষ্টা

বিমসটেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

বিমসটেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সফরে তার সঙ্গে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন, যা তাদের প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে।   বঙ্গোপসাগরীয় সহযোগিতা সংস্থা বিমসটেকের এই সম্মেলন ২ থেকে ৪ এপ্রিল অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ৩ এপ্রিল সম্মেলনে অংশ নিতে ব্যাংকক

বাংলাদেশের চিত্র বিকৃতির প্রতিবাদে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বক্তব্য

বাংলাদেশের চিত্র বিকৃতির প্রতিবাদে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বক্তব্য

নিউইয়র্ক টাইমসে প্রকাশিত বাংলাদেশে ইসলামিস্টদের উত্থান সংক্রান্ত প্রতিবেদনকে বিভ্রান্তিকর ও একপেশে হিসেবে আখ্যায়িত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। মঙ্গলবার প্রকাশিত এক সরকারি বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক এই সংবাদমাধ্যমের প্রতিবেদনে বাংলাদেশের ভুল চিত্র উপস্থাপন করা হয়েছে।  [https://enews71.com/storage/eQfX3OC1s0315BJB617RxpfSjYvFdOBvgBXVsiaD.jpg]Untitled-1-67ebdf3d9764f.jpg 49.13 KB [https://enews71.com/storage/eQfX3OC1s0315BJB617RxpfSjYvFdOBvgBXVsiaD.jpg] প্রেস উইংয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়, নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বাংলাদেশকে ধর্মীয় চরমপন্থার উত্থানস্থল হিসেবে চিহ্নিত করা হলেও বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। বিবৃতিতে বলা হয়,

আওয়ামী লীগ ছিল মাফিয়া, রাজনৈতিক দল নয়: মাহফুজ আলম

আওয়ামী লীগ ছিল মাফিয়া, রাজনৈতিক দল নয়: মাহফুজ আলম

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আওয়ামী লীগ কখনো রাজনৈতিক দল ছিল না, তারা ছিল মাফিয়া চক্র। তিনি বলেন, আওয়ামী লীগকে আর রাজনৈতিকভাবে দাঁড়াতে দেওয়া হবে না। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে গুম ও খুনের শিকার পরিবারের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।   মাহফুজ আলম বলেন, শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এখন ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে।

ফ্যাসিস্টমুক্ত নতুন বাংলাদেশের প্রত্যাশায় এনসিপি নেতা

ফ্যাসিস্টমুক্ত নতুন বাংলাদেশের প্রত্যাশায় এনসিপি নেতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন পরবর্তী ফ্যাসিস্টমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশায় আমরা এগিয়ে যাচ্ছি। সোমবার পঞ্চগড় কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ শেষে তিনি এ কথা বলেন। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ঈদ হলো সম্প্রীতির উৎসব, যা সব মানুষকে ঐক্যবদ্ধ হতে শিক্ষা দেয়।   তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলিমরা আজ নিপীড়নের