চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।এর বিধি-নিষেধের আওতায় থাকবে গণপরিবন। বিষয়টি জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
সোমবার গণমাধ্যমে তিনি জানান, আগামী ৫ মে পর্যন্ত জনগণকে চলমান বিধিনিষেধ মেনে চলতে হবে। বিধি-নিষেধ বাড়ানোর এই সিদ্ধান্ত আগামীকাল মঙ্গলবার প্রজ্ঞাপণ আকারে প্রকাশ করা হবে।
এছাড়া মার্কেট ও শপিং মল সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে।