কোন ভোট ছাড়াই টুঙ্গিপাড়ায় মেয়র হলেন টুটুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ৩রা জানুয়ারী ২০২১ ১২:৩৩ অপরাহ্ন
কোন ভোট ছাড়াই টুঙ্গিপাড়ায় মেয়র হলেন টুটুল

সারা দেশে চলছে তৃতীয় ধাপে পৌরসভা নির্বাচন। আরএই তৃতীয় ধাপে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ তোজাম্মেল হক টুটুল।


রোববার (৩ জানুয়ারি) সকালে রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা ফয়জুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, গত বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ তোজাম্মেল হক টুটুল। আর কোনো প্রার্থী মেয়র পদে মনোনয়নপত্র দাখিল না করায় তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন।


টুঙ্গিপাড়া পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে তিনটি ওয়ার্ডে ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।


মেয়র পদ বাদে শুধু কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে এ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।