প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২০, ১৫:৩৮
করোনার কারণে স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার পরিবর্তিত সময়সূচি ও পুনঃসংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশিত হয়েছে।মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হওয়ার সূচি প্রকাশ করা হয়েছিল। কিন্তু স্থানীয় সরকার নির্বাচন থাকায় তা আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু হবে।
প্রতিদিন সকাল সাড়ে ৯ টা থেকে শুরু হবে এ পরীক্ষা।পরীক্ষার বিস্তারিত পুনঃসংশোধিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd) থেকে জানা যাবে।