প্রকাশ: ১৮ অক্টোবর ২০২০, ১৮:২১
বাংলাদেশের অন্যতম একটি নামকরা বিদ্যাপীঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয়।১৮৫৮ সালে ব্রাক্ষ স্কুল হিসেবে যাত্রা শুরু করলেও বর্তমানে তা জগন্নাথ বিশ্ববিদ্যালয়।২০০৫ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে এবং নানা বাধা বিপত্তি দূর করে ১৬ তমে বর্ষে পদার্পণ করবে।ক্রমবর্ধমান সৃষ্টির চিরন্তন ধারা অনুসরণ করে অঙ্কুরোদগমের মাধ্যমে চারাগাছ থেকে বৃক্ষে পরিনত হওয়ার এক বিস্তৃত ইতিহাস রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের।এ যাত্রায় এ বিশ্ববিদ্যালয়টি পর্যায়ক্রমে নিজের নামের পাশে যুক্ত করেছে স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়।
সামান্য একটি পাঠশালা থেকে দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয় হয়ে উঠার এক নাটকীয় গল্পের সাক্ষী আজকের জগন্নাথ বিশ্ববিদ্যালয়। জবির এই গল্পটি নাটকীয় হলেও বেশ কণ্টকাকীর্ণ। গল্পের শুরুটা জগন্নাথ রায় চৌধুরী ১৮৫৮ সালে শুরু করে গেলেও গল্পটা আজও সগৌরবে লিখে যাচ্ছে জবির লড়াকু শিক্ষকগণ ও শিক্ষার্থীরা। প্রতিষ্ঠার সময় ঢাকার এই ঐতিহ্যবাহী বিদ্যানিকেতনের নাম ছিলো "ঢাকা ব্রাক্ষ স্কুল"।১৮৭২ সালে বালিয়াটির জমিদার কিশোরী লাল রায় চৌধুরী বাবার নাম অনুসারে এর নাম বদলে রাখেন জগন্নাথ স্কুল"।
১৮৮৪ সালে "জগন্নাথ স্কুল" দ্বিতীয় শ্রেণীর কলেজের মর্যাদা লাভ করে।পরবর্তীতে ১৯০৮ সালে প্রথম শ্রেণীর কলেজের মর্যাদা লাভ করে।এক সময় এটিই ছিলো ঢাকার উচ্চ শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ন প্রতিষ্ঠান। তবে ১৯২১ সালে "ঢাকা বিশ্ববিদ্যালয় "প্রতিষ্ঠিত হবার পর অনেক কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।শিক্ষার পাশাপাশি বাঙলা ও বাঙালীর প্রতিটি আন্দোলন ও সংগ্রামে শামিল হয়েছে প্রতিষ্ঠানটি।এর সাথে জড়িয়ে আছে বিভিন্ন আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস।