নাসিম বিল্লাহর কবিতা : শ্রাবণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ১৪ই জুলাই ২০২০ ১১:০৪ অপরাহ্ন
নাসিম বিল্লাহর কবিতা : শ্রাবণ

দেখনা কেয়া, চাহিয়া গগন পানে
নয়নে কি তোমার রবির দেখা মেলে?
না গো পথিক,দেখিনা কোনোখানে 
এ বার্তায় হাসিল কেয়া পাপড়ি গালে
এ জিজ্ঞাসায় কেন গো কেয়া হাসিলে তুমি?

সুরুজ তো বারিদ তলে কখন গিয়াছে গুমি
কেন মিছে অন্বেষণ, দেখনা চাহিয়া ভূমি 
নিরদের ছায়া কিরূপে রহিয়াছে চুমি
ফুটিয়াছে পদ্ম,কলাবতী, কলমি আর আমি

দেখনা নির্জন মেঠো পথে চক্ষু চষিয়া
ভিজিতেছে প্রণয়িনী পনয়ীর হস্ত কষিয়া
শোননা জীমূতমন্দ্র কিভাবে ডাকিছে রুষিয়া
দেখনা, সহদরা কদমের রূপও গিয়াছে খসিয়া

দেখনা মাঠঘাট জলমগ্ন এমন করুন হাল
কৃষক ফিরিছে মাঠ ছাড়িয়া,জেলে ফেলিয়া জাল
ধান কাপড় গুটাইতে ব্যাস্ত গৃহিণী মহল
বাদলজলে আনন্দ স্নানে মাতিয়াছে কিশোর দল

সুন্দর সুহাসে এমন উপহাসের ছলে
ওগো কেয়া,এ জিজ্ঞাসু মরমে কি ইশারা দিলে?
আনমনা তুমি, তোমার ফিরাইতে চেতন
প্রকৃতি বাদলের ক্ষীণ আলামত করিলেম বচন
এত কথন, এত ইঙ্গিত, জানো কি কারন?
লবে বরিয়া আপন ছন্দে, আসিয়াছে যে শ্রাবন।

লেখক : শিক্ষার্থী,বাংলা বিভাগ,জগন্নাথ বিশ্ববিদ্যালয়