মোংলায় রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ'র ৩০ তম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
এরফান হোছাইন. জেলা প্রতিনিধি (কক্সবাজার)
প্রকাশিত: সোমবার ২১শে জুন ২০২১ ০৩:৪৬ অপরাহ্ন
মোংলায় রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ'র ৩০ তম মৃত্যুবার্ষিকী পালিত

তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র ৩০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (২১ জুন) কবির নিজ গ্রাম মোংলার মিঠেখালিতে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও রুদ্র স্মৃতি সংসদের আয়োজনে নানা কর্মসুচি পালিত হয়েছে।


এছাড়া বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে রুদ্রের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার সকাল ৯টায় রুদ্র স্মৃতি সংসদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, মোংলা সাহিত্য পরিষদ, সিপিবি, অন্তর বাজাও শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন সংগঠনের নানা শ্রেণী পেশার মানুষ র‌্যালী সহকারে কবির গ্রামের বাড়ি মোংলার মিঠেখালিতে পুষ্পস্তবক অর্পণ করেন।


এছাড়া দোয়া মোনাজাত ও মিলাদ মাহফিল এবং সীমিত পরিসরে স্মরণ সভার অনুষ্ঠিত হয়। স্মরণসভা শেষে রুদ্রের কবিতা আবৃত্তি ও রুদ্রের গান পরিবেশিত হয়। র‌্যালী শুরুর আগে মিঠেখালি বাজারে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ বলেন, অকাল প্রয়াত এই কবি নিজেকে মিলিয়ে নিয়েছিলেন আপামর নির্যাতিত মানুষের আত্মার সঙ্গে। সাম্যবাদ, মুক্তিযুদ্ধ, ঐতিহ্যচেতনা ও অসাম্প্রদায়িকবোধে উজ্জ্বল তার কবিতা।


জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরোনো শকুনএই নির্মম সত্য অবলোকনের পাশাপাশি উচ্চারণ করেছেন অবিনাশী স্বপ্ন ‘দিন আসবেইদিন সমতার’। যাবতীয় অসাম্য, শোষণ ও ধর্মান্ধতার বিরুদ্ধে অনমনীয় অবস্থান তাকে পরিণত করেছে ‘তারুণ্যের দীপ্র প্রতীক’-এ।


একই সঙ্গে তাঁর কাব্যের আরেক প্রান্তর জুড়ে রয়েছে স্বপ্ন, প্রেম ও সুন্দরের মগ্নতা। বাংলাদেশের কবিতায় অবিস্মরণীয় এই কবির শিল্পমগ্ন উচ্চারণ তাকে দিয়েছে সত্তরের অন্যতম কবি-স্বীকৃতি।


পরে কবি রুদ্রের স্মৃতি স্মরণে বক্তব্য রাখেন রুদ্র সংসদের সভাপতি সুমেল সারাফাত, সাধারন সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, মিঠাখালী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল,সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ, উকিল উদ্দিন ইজারাদার, সাংবাদিক বাইজিদ হোসেন,সাংস্কৃতিক সংগঠক নাজমুল হক ও আসাদুজ্জামান টিটো, লিটন গাজী, মারুফ বিল্লাহ প্রমূখ। উল্ল্যেখ্য ১৯৯১ সালের ২১ জুন মাত্র ৩৫ বছর বয়সে কবি রুদ্র শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


#ইনিউজ৭১/এনএইচএস/২০২১