আশাশুনির পাইথালী কাপড়ের দোকানে দুঃসাহসিক চুরি

নিজস্ব প্রতিবেদক
সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি উপজেলা প্রতিনিধি, সাতক্ষিরা
প্রকাশিত: মঙ্গলবার ৪ঠা মার্চ ২০২৫ ০৭:২৫ অপরাহ্ন
আশাশুনির পাইথালী কাপড়ের দোকানে দুঃসাহসিক চুরি

আশাশুনির পাইথালী বাজারে কাপড়ের দোকানে ঘটেছে দুঃসাহসিক চুরি। সোমবার দিবাগত রাতে বুধহাটা ইউনিয়নের পাইথালী বাজারের 'রিতা বস্ত্রালয়' নামক দোকানে প্রায় ৪ লক্ষ টাকার মালামাল ও নগদ টাকা চুরি হয়। এ ঘটনায় থানায় একটি লিখিত এজাহার জমা দেওয়া হয়েছে।


এজাহার সূত্রে জানা গেছে, নৈকাটি গ্রামের আব্দুর রউফ মোড়লের পুত্র মালেক মোড়ল পাইথালী বাজারে 'রিতা বস্ত্রালয়' নামক কাপড়ের দোকান পরিচালনা করেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে তিনি প্রতিদিনের মতো দোকানের শাটারে তালা দিয়ে বাড়ি চলে যান। পরদিন মঙ্গলবার সকাল ৯টার দিকে দোকান খুলে দেখতে পান, দোকানের শোকেস এবং ক্যাশ ড্রয়ারের তালা ভেঙে মূল্যবান মালামাল ছড়ানো-ছিটানো অবস্থায় রয়েছে। শোকেসে রাখা দামী শাড়ি, প্যান্ট, লুঙ্গি, শার্টসহ প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার মালামাল গায়েব হয়ে গেছে এবং পেছনের ছাউনির টিন কাটা ছিল।


চুরি হওয়ার পর মালিক মালেক মোড়ল চিৎকার করলে পার্শ্ববর্তী দোকানিরা এসে ঘটনাস্থলে উপস্থিত হন। কাপড় ব্যবসায়ী আব্দুল মালেক জানান, তার ক্যাশ ড্রয়ারে রাখা ৩০ হাজার টাকার বেশি নগদ টাকা এবং নতুন মালামালসহ প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে। তিনি এ ব্যাপারে মঙ্গলবার আশাশুনি থানায় এজাহার দায়ের করেন।


মালিকের অভিযোগ, চুরির সময় বাজারে দু'জন নৈশ প্রহরি ছিলেন, কিন্তু তারা চুরির ব্যাপারে কিছুই জানেন না বলে জানিয়েছেন। এ ঘটনায় স্থানীয় বাজার কমিটির নেতৃবৃন্দও উদ্বিগ্ন, এবং তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন।


এদিকে, আশাশুনি থানা পুলিশ ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে এবং চোরদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। বাজারের আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্ত করার চেষ্টা চলছে। স্থানীয়রা এই ধরনের অপরাধের জন্য কঠোর শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।


তবে, চুরির ঘটনায় এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা বাজারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন দুঃসাহসিক চুরি না ঘটে। পুলিশ ঘটনাটির তদন্ত অব্যাহত রেখেছে এবং চোরদের শনাক্ত করতে সাধ্যমতো চেষ্টা চালাচ্ছে।