বরিশালে যুবদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: মঙ্গলবার ৪ঠা মার্চ ২০২৫ ০৭:২১ অপরাহ্ন
বরিশালে যুবদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের

বরিশালে ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সুরুজ গাজীকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৩ মার্চ) বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানায় সুরুজের ভাই শাহীন গাজী মামলা করেছেন।


 

মামলায় নগরীর ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহীন হাওলাদারসহ নামধারী ৭ জন ও অজ্ঞাত আরো ৮ জনকে আসামি করা হয়েছে।


আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নগরীর কাউনিয়া হাউজিং এলাকায় রোববার রাত আটটার দিকে যুবদল নেতা সুরুজ গাজীসহ দুই জনকে কুপিয়ে জখম করা হয়। এর মধ্যে সুরুজের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত অবস্থায় বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে একই ওয়ার্ডের অপর যুগ্ম আহ্বায়ক নয়ন গাজী।


 

এদিকে ঘটনার পর বিক্ষুব্ধ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহীন হাওলাদারের ঘরে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।


কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত বলেন, প্রাথমিক তদন্তে জানতে পেরেছি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে প্রথমে তর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে এক পক্ষ আরেক পক্ষের দুইজনকে কুপিয়েছে। এদের মধ্যে এক যুবদল নেতা নিহত হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান করা হচ্ছে।


নাম প্রকাশে অনিচ্ছুক ৭ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা জানান, ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহীন নকল সোনা দিয়ে মানুষকে বোকা বানিয়ে টাকা হাতিয়ে নেয়া চক্রের হোতা। তার কর্মকাণ্ডের প্রতিবাদ করে ৩ নম্বর ওয়ার্ড যুবদলের দুই যুগ্ম আহ্বায়ক সুরুজ ও নয়ন। তখন শাহীনের নেতৃত্বে তার দুই ছেলে বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রইজ আহম্মেদ মান্নার অনুসারী ইমরান ও ইমনসহ বেশ কয়েকজন ধারালো নিয়ে হামলা করে। তারা সুরুজ ও নয়নকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।