রাজবাড়ীর গোয়লন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বদরুদ্দিন মৃধা পাড়া গ্রামে আগুনে পুড়ে বসত ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার সময় দিকে মোঃ জামিল শেখের রান্না ঘর থেকে আগুন লেগে বসতঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করে জামিল শেখ দেখতে পায় তার ঘরে আগুন দাউ দাউ করে জ্বলছে। তিনি তৎক্ষনাৎ চিল্লাচিল্লি করলে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে সংবাদ পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে পুড়ে ঘরে থাকা চাল, নগদ টাকা, আসবাবপত্র, কাপড়- চোপড়সহ অনেক কিছু পুড়ে ছাই হয়ে যায়। তাদের ধারণা রান্না ঘরে থাকা গ্যাস লাইট ফেটে এই আগুন লেগেছে। এতে প্রায় তাদের ৬০ থেকে ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার মোঃ আব্দর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩০-৪০ মিনিট চেস্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। কিন্তু তার ঘরে থাকা আসবাবপত্র ও মালামাল আমরা উদ্ধার করতে পারিনি সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। তবে পাশে খালেক নামে একজনের গোডাউন ছিলো আমরা দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনার কারনে সেই গোডাউনে থাকা ২০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করতে পেরেছি। তিনি আরও বলেন, গরম পড়তে শুরু করেছে। আমরা ধরনা করছি বসতঘরের পাশে থাকা রান্না ঘর থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।