অন্তর্বর্তী সরকার নিয়ে মেজর হাফিজের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক
বিশেষ প্রতিবেদক - আইন আদালত
প্রকাশিত: রবিবার ১৯শে জানুয়ারী ২০২৫ ০৬:২৫ অপরাহ্ন
অন্তর্বর্তী সরকার নিয়ে মেজর হাফিজের উদ্বেগ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকার পরিবর্তে একটি ‘কিংস পার্টি’ গঠনের পথে এগোচ্ছে। রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।  


মেজর হাফিজ প্রশ্ন তোলেন, ২১ বছরের ছেলে কিভাবে জনপ্রতিনিধি হয়? তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব নির্বাচন আয়োজন করা। তবে ঘোষণাপত্রের চেয়ে বরং সরকারের চুরিকৃত অর্থ ফেরত আনা জরুরি। তিনি প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান এবং সতর্ক করেন যে পক্ষপাতিত্ব কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।  


বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দলীয় শৃঙ্খলা রক্ষায় সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো নেতা বা কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠলে তাকে সঙ্গে সঙ্গে দল থেকে বহিষ্কার করা উচিত। দলের মর্যাদা রক্ষার স্বার্থে আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতা রাখা যাবে না বলেও নির্দেশ দেন তিনি।  


দেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মেজর হাফিজ বলেন, সীমান্ত সংকট মোকাবিলায় দীর্ঘস্থায়ী প্রস্তুতি নেওয়া প্রয়োজন। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় জীবন বিপন্ন হলেও পিছু হটবেন না।  


সভায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শের প্রতি আনুগত্য প্রকাশ করে নেতাকর্মীরা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। তারা সরকার পরিবর্তনের জন্য নিরপেক্ষ নির্বাচনের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন এবং দেশের ভবিষ্যৎ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।  


মেজর হাফিজ আরও বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি একটি জটিল সময় পার করছে। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হলে দেশের গণতন্ত্র আরও সংকটে পড়বে। তিনি সবার প্রতি সচেতন এবং সতর্ক থাকার আহ্বান জানান।  


বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, দেশের জনগণ নিরপেক্ষ নির্বাচন চায় এবং সুষ্ঠু নির্বাচনই রাজনৈতিক স্থিতিশীলতার একমাত্র পথ। এজন্য আন্তর্জাতিক মহলকেও সহযোগিতার আহ্বান জানান নেতারা।  


সভায় বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তারা জিয়াউর রহমানের অবদানের স্মৃতিচারণ করেন এবং তার দেখানো পথ অনুসরণ করে দলকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।