'আমি সবসময় শেখ হাসিনার পাশে আছি' মামলা ও লড়বো- পান্না

নিজস্ব প্রতিবেদক
বিশেষ প্রতিবেদক - আইন আদালত
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২১শে নভেম্বর ২০২৪ ১২:২২ অপরাহ্ন
'আমি সবসময় শেখ হাসিনার পাশে আছি' মামলা ও লড়বো- পান্না

সরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জহিরুল ইসলাম খান পান্না (জেড আই খান পান্না) বলেছেন, তিনি সবসময় নিপীড়িতদের পক্ষে দাঁড়িয়ে থাকবেন, যেই না কেন। তিনি আরো বলেন, ‘‘যদি সুযোগ হয়, আমি শেখ হাসিনার পক্ষে লড়াই করব, সেটা ট্রাইব্যুনাল হোক কিংবা অন্য যেকোনো জায়গায়।’’ তিনি এই মন্তব্য করেন বৃহস্পতিবার, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীর পক্ষে আইনি লড়াই শেষে সাংবাদিকদের সামনে।



জেড আই খান পান্না গণ-মামলা প্রসঙ্গে বলেন, ‘‘আগে ছিল গণ-গ্রেফতার, এখন হচ্ছে গণ-মামলা।’’ তিনি উল্লেখ করেন, গণ-মামলার ফলে একসময় গণ-গ্রেফতারও হতে পারে। ‘‘এটা এমন একটি পরিস্থিতি যেখানে আমি নিজেও ভিকটিম হয়েছি।’’ তিনি আরো বলেন, ‘‘এ ধরনের অকল্পনীয় গণ-মামলা আগে কখনো হয়নি। একই স্ক্রিপ্টে নানা অভিযোগের ভিত্তিতে শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হচ্ছে।’’ এই অবস্থা দেশের আইনি পরিবেশের প্রতি তার উদ্বেগ প্রকাশ করে।


নির্বাচনের প্রসঙ্গে, জেড আই খান পান্না ড. ইউনুসের সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে বলেন, ‘‘ড. ইউনুস সম্ভবত উপলব্ধি করেছেন যে, সংস্কার ও সংশোধন করা তার পক্ষে সম্ভব নয়।’’ তিনি আরো বলেন, ‘‘গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব।’’ তিনি যুক্ত করেন, ‘‘এ সরকারের দায়িত্ব নয় সংস্কার করা, তবে সুষ্ঠু নির্বাচন দেওয়ার দায়িত্ব রয়েছে।’’

অর্থাৎ, জেড আই খান পান্না সরকারের কাছে নির্বাচনের সুষ্ঠু আয়োজন এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানান। তার বক্তব্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি তার দৃঢ় অবস্থান স্পষ্ট হয়েছে।