নাম বদলে ৩ মাস পর খুললো গাজীপুর সাফারি পার্ক

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: শুক্রবার ১৫ই নভেম্বর ২০২৪ ১২:২৭ অপরাহ্ন
নাম বদলে ৩ মাস পর খুললো গাজীপুর সাফারি পার্ক

গাজীপুরের শ্রীপুরে অবস্থিত গাজীপুর সাফারি পার্কটি অবশেষে দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর শুক্রবার থেকে দর্শনার্থীদের জন্য পুনরায় খুলে দেওয়া হয়েছে। ছাত্র–জনতার অভ্যুত্থানের সময় দুর্বৃত্তরা পার্কে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানোর পর পার্কটি বন্ধ হয়ে গিয়েছিল। 


সহকারী বন সংরক্ষক ও পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, "৫ আগস্ট পার্কের মূল ফটক ভাঙচুরের পর প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়। দীর্ঘ সময়ের সংস্কারের পর সাময়িকভাবে পার্কটি খুলে দেওয়া হয়েছে।" তিনি আরও বলেন, "এবার পর্যটন মৌসুমে দর্শনার্থীদের বিনোদনের জন্য পার্কটি পুনরায় সজীব হয়ে উঠবে।"


পার্কটির ব্যবস্থাপনা এখনো বন বিভাগই পরিচালনা করছে, যদিও ইজারা প্রক্রিয়া চলমান। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তার জানান, "পার্কটির নাম আগের মতোই থাকবে, তবে এখন এটি গাজীপুর সাফারি পার্ক নামে পরিচিত হবে।"


পার্কটি খুলে দেওয়ার সিদ্ধান্ত পর্যটন মৌসুমের জন্য বিশেষভাবে নেওয়া হয়েছে, যাতে পর্যটকরা আবারও সেখানে আসতে পারেন এবং পার্কের নানা বিনোদনমূলক কার্যক্রম উপভোগ করতে পারেন।