আইন উপদেষ্টাকে হেনস্তার জেরে জেনেভা মিশনের শ্রম কাউন্সেলর ‘স্ট্যান্ড রিলিজ’

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৪ই নভেম্বর ২০২৪ ১২:১১ অপরাহ্ন
আইন উপদেষ্টাকে হেনস্তার জেরে জেনেভা মিশনের শ্রম কাউন্সেলর ‘স্ট্যান্ড রিলিজ’

সুইজারল্যান্ডের জেনেভায় আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে হেনস্তার ঘটনার পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত পদক্ষেপ নিয়েছে। এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে জেনেভা মিশনের শ্রম কাউন্সেলর মুহাম্মদ কামরুল ইসলামকে ‘স্ট্যান্ড রিলিজ’ করে দ্রুত ঢাকা ফিরতে বলা হয়েছে। পাশাপাশি, মিশনের স্থানীয় কর্মী মিজানকেও বরখাস্ত করা হয়েছে। 


গত ৭ নভেম্বর, জেনেভা বিমানবন্দরে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডির বৈঠক শেষে দেশে ফিরছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিমানবন্দরে গাড়ি থেকে নামার সময় একদল লোক এসে তাকে ঘিরে ধরে হেনস্তা করতে থাকে। ভিডিওতে দেখা যায়, আসিফ নজরুল ও তার সঙ্গে থাকা কামরুল ইসলাম ও মিজান ঘটনাস্থলে চুপ ছিলেন। এই ঘটনার পর বাংলাদেশ সরকার এটিকে পূর্বপরিকল্পিত একটি রাজনৈতিক হামলা বলে মনে করছে। 


সরকারি সূত্রে জানা গেছে, সরকার এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে। সরকারের পক্ষ থেকে জেনেভায় অবস্থিত বাংলাদেশ মিশনে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে, যেখানে বলা হয়েছে, এই ধরনের ঘটনা এড়ানোর জন্য মিশনগুলিকে আরও সতর্ক থাকতে হবে। 


এছাড়া, পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে বাংলাদেশের সকল মিশনকে একটি জরুরি পরিপত্র পাঠিয়েছে, যাতে বলা হয়েছে, সরকারি সফরে বের হওয়া গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যথাযথ প্রটোকল দেওয়া মিশনগুলোর অন্যতম দায়িত্ব। 


এ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর, গণমাধ্যমে ব্যাপক আলোচিত হয়। ভিডিওতে দেখা যায়, হেনস্তাকারীরা উত্তেজিত ভাষায় আসিফ নজরুলকে প্রশ্ন করছে এবং ‘আপনি মিথ্যা বলেছেন’ বলে অভিযোগ করছে। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানও দেয়। 


প্রথমে ঘটনা বিক্ষুব্ধ হলেও, পরবর্তীতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আন্তর্জাতিক কূটনীতির মাধ্যমে বিষয়টির তদন্ত এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।