রুমে একা থাকতে অনেকেই পছন্দ করে।রুমে একা থাকলে নিজের মত করে থাকা যায়। যা হয়ত সকলের সামনে থাকা যায়না।
অনেকেরই কৌতূহল এই বিষয় নিয়ে যে মেয়েরা রুমে একা থাকলে কি করে। তাহলে আসুন জেনে নিই মেয়েরা একা থাকলে কি কি করে।…..
১) গান আমাদের সকলেরই একটি পছন্দের জিনিস। মন ভালো করতে গান একটি অতুলনীয় ঔষধ। তাই মেয়েরা বাড়িতে একা থাকলে হয়তো পছন্দের গান শোনেন।
২) মেয়েরা একা থাকলে কখনো তারা ভবিষ্যতের কথা নিয়ে চিন্তা করে। যেমন তার বৈবাহিক জীবনের কথা, তার হবু স্বামীর কথা ইত্যাদি কথা চিন্তা করেন।
৩) অনেক মেয়ের ডায়েরি লেখা অভ্যাস আছে। তাই তারা যখন ঘরে একা থাকে তখন তারা মনের কথাগুলি ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখে।
৪) সমাজে চলতে গেলে মেয়েদের চালচলনের দিকে নজর দিতে হয়। কিন্তু তারা যখন বাড়িতে একা থাকে তখন তারা নিজের খুশি মতো শুয়ে বা বসে থাকে।
৫) চালচলনের পাশাপাশি মেয়েদের পোশাকের দিকেও নজর রাখতে হয়। কিন্তু তারা যখন একা থাকে তখন তারা নিজের পছন্দ মতো পোশাক পড়ে থাকে।
৬) আমরা সকলেই শুনেছি সংসার নাকি রমনীর গুনে সুখের হয়। তাই মেয়েদেরকে সকাল সকাল ঘুম থেকে উঠে তাদের সংসারের নানা কাজ করতে হয়। কিন্তু একা থাকা অবস্থায় তারা ঘুমাতে বেশ পছন্দ করে।
৭) ধুমপান সকলেরই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কিন্তু যেসব ছেলেদের ধূমপান করা নেশা তারা সকলের সামনেই হয়তো ধুমপান করে থাকে। আর যেসব মেয়েদের ধূমপান করা নেশা তারা সকলের সামনে তা পারে না, বাড়িতে একা থাকলে গোপনে ধূমপান করে থাকে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।