https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

পুরুষদের মাতাল করে যে ধরনের নারী দেহ !

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২২, ১:৩৩

শেয়ার করুনঃ
পুরুষদের মাতাল করে যে ধরনের নারী দেহ !

পুরুষরা নারীর কোন ধরনের দেহ পছন্দ করেন? তা দেখতে পরীক্ষা চালান বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা তিন ধরনের নারীদেহ বেছে নেন। এদের ধরন বাঁকবহুল, পাতলা এবং অ্যাথলেট।

তিন জন নারীকে দেখেন এক দল পুরুষ। যে পুরুষরা দেখেছেন তাদের চোখে লাগানো হয় স্পর্শকাতর আই-ট্র্যাকিং ডিভাইস। অর্থাৎ তারা কোনদিকে বেশি চোখ দিচ্ছেন তা বুঝতে পারবেন বিশেষজ্ঞরা।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

যে তিন জন মডেল ছিলেন তাদের একজন অ্যাথলেট দেহের অধিকারী ৩০ বছর বয়সী সোফিয়া ডি ল্যান্সি, বাঁকবহুল দেহের অধিকারী ২৭ বছর বয়সী স্টেফানি এবং স্লিম দেহের অধিকারী ৩৫ বছর বয়সী ডি লা রোচে। তারা একটি কক্ষে অবস্থান করেন। সেখানে ১০ জন পুরুষ প্রবেশ করে তাদের দেখেন। সেখানে স্টেফানি দেখান কার্দাশিয়ানের মতো কার্ভি দেহ। আর অন্য দুজন যেন দুই সুপারমডেল।

পুরুষরা কার দিকে বেশি তাকাচ্ছেন তার তথ্য নেওয়া হয় আই-ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে। মোট ৩০ সেকেন্ড সময়ের মধ্যে তারা কার দিকে কতক্ষণ তাকিয়ে থাকেন তা দেখা হয়।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

তিন জন মডেলের পরনে ছিল আবেদনময়ী পোশাক। ছোট ডেনিম প্যান্ট আর আঁটোসাঁটো ভেস্ট টপ। পুরুষদের একজন টনি। তার কাছে সোফির অ্যাথলেট দেহ পছন্দনীয় হয়েছে।

পুরুষদের কাউকেই বলা হয়নি কোনো নারীর দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকার মাধ্যমে তাদের পছন্দ বিবেচনা করা হবে। টনি সোফিয়ার দিকে তাকিয়ে ছিলেন টানা ১৩ সেকেন্ড। স্টেফানির দিকে তাকিয়েছেন ১১ সেকেন্ড আর তৃতীয় জনের দিকে তাকান ৬ সেকেন্ড।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এদিকে, জে দাবি করেন, তার কাছে কেউ-ই আকর্ষণীয় মনে হননি। তবে তিনি স্টেফানির দিকে সবচেয়ে বেশি সময় ধরে তাকিয়ে ছিলেন। আবার ম্যাট অ্যাথলেট দেহের সোফিয়ার দিকে দুই বার বেশ কিছু সময় ধরে তাকান।

টনি জানান, আমার স্কোর দেখে বিস্মিত হইনি। স্টেফানি বেশ মজা করছিলেন। তাই তার প্রতি বেশি আগ্রহবোধ করেছি।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

সবমিলিয়ে সবচেয়ে কম স্কোর করেছেন স্লিম দেহের অধিকারী রোচে। তার দিকে ২৯ শতাংশ সময় ব্যয় করেছেন অংশ নেওয়া পুরুষরা। সবচেয়ে বেশি স্কোর স্টেফানির, ৩৬ শতাংশ। আর সোফিয়া দ্বিতীয়তে আছেন ৩৫ শতাংশ স্কোর নিয়ে।

নতুন এক গবেষণায় বলা হয়, পুরুষরা স্লিম দেহের নারীদের প্রতি আকৃষ্ট হন। কারণ এই দেহকে তারুণ্য, উর্বরতা এবং কম রোগাক্রান্ত বলে মনে করা হয়।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এ সম্পর্কিত আরও পড়ুন

জীবনের শেষ বয়সে পাপড় বিক্রির টাকায় সংসার চালান ফজলুল হক

জীবনের শেষ বয়সে পাপড় বিক্রির টাকায় সংসার চালান ফজলুল হক

জীবনের শেষ বয়সে এসে ও জীবন যুদ্ধে হার মানতে রাজি নয় প্রায় নব্বই বছরের ফজলুল হক। শীররের চামড়া গুলো টান ধরে শুকিয়ে গেছে। বয়সের ভাড়ে কমর বাঁকা হয়ে গেছে। এরপর ও নিজে কর্ম করে হালাল পথের আয় দিয়ে বাকি জীবন কাটাতে চায় ফজলুল হক। তাই দুই হাতে পাপড় এর বস্তা নিয়ে 'লাগবে না কি পাপড় এই যে লাগবে না কি

উত্তরার মাসকট প্লাজায় শেফ এভেনিউতে ‘বার্গার ব্যাশ’ এর জমকালো উদ্বোধন

উত্তরার মাসকট প্লাজায় শেফ এভেনিউতে ‘বার্গার ব্যাশ’ এর জমকালো উদ্বোধন

ঢাকার প্রাণকেন্দ্র উত্তরার মাসকট প্লাজায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো নতুন ফাস্টফুড রেস্টুরেন্ট ‘বার্গার ব্যাশ’। মোঃ জহিরুল ইসলাম ও মোঃ মোরশেদ আলমের মালিকানায় পরিচালিত এই রেস্টুরেন্টটি ভোজনপ্রেমীদের জন্য নতুন স্বাদের অভিজ্ঞতা এনে দেবে। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, খাদ্যপ্রেমী অতিথি ও রেস্টুরেন্ট সংশ্লিষ্টরা। উদ্যোক্তারা জানান, ‘বার্গার ব্যাশ’ আন্তর্জাতিক মানের সুস্বাদু বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, স্যান্ডউইচসহ নানা ফাস্টফুড আইটেম পরিবেশন করবে। গুণগত মান ও সাশ্রয়ী

ইতালির যাওয়ার স্বপ্ন ভঙ্গ: ফরিদপুরের দুই যুবককে লিবিয়ায় গুলি করে হত্যা

ইতালির যাওয়ার স্বপ্ন ভঙ্গ: ফরিদপুরের দুই যুবককে লিবিয়ায় গুলি করে হত্যা

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় নিয়ে ফরিদপুরের দুই যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামের হৃদয় হাওলাদার (২৬) ও রাসেল হাওলাদার (২৫) গত কয়েক মাস ধরে লিবিয়ায় ছিলেন, তাদের জীবন ছিলো মানবপাচার চক্রের শিকার। হত্যার পর খুনিরা পরিবারের হোয়াটসঅ্যাপে তাদের ছবি পাঠিয়ে দেয়, যা দেখে স্বজনদের আহাজারি থামছে না। নিহতদের পরিবারে শোকের মাতম চলছে। হৃদয়ের

কেমন কাটবে ২০২৫, যা বলছে আপানার জন্ম তারিখ?

কেমন কাটবে ২০২৫, যা বলছে আপানার জন্ম তারিখ?

বছর প্রায় শেষ। সারা বছর সুখ, দুঃখ মিলিয়ে কেটেছে প্রত্যেকের জীবন। নতুন বছরের অপেক্ষায় সবাই। প্রত্যেকেই জানতে চান ২০২৫ কেমন কাটবে। জ্যোতিষশাস্ত্রের পাশাপাশি, সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজি অনুসারেও ব্যক্তির ভবিষ্যত, প্রকৃতি, এবং ব্যক্তিত্ব সম্পর্কে জানা যায়। সংখ্যাতত্ত্ব অনুসারে, জন্ম তারিখের প্রতিটি সংখ্যা, মাস, এবং বছর যোগ করলে যে সংখ্যাটি আসে, সেটিই হল ব্যক্তির মূলাঙ্ক বা লাকি নম্বর। ধরা যাক, কোনও ব্যক্তি

ঠান্ডায় কাঁপছেন বর, বিয়ে ভেঙে দিলেন কনে!

ঠান্ডায় কাঁপছেন বর, বিয়ে ভেঙে দিলেন কনে!

বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে ঠান্ডায় থরথর করে কাঁপছেন বর। সেই অবস্থাতেই মালাবদল হয়েছিল। কিন্তু তার পর এক সময়ে মণ্ডপের মধ্যেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন বর। এই দেখে আর এগোতে সাহস পাননি তরুণী। তৎক্ষণাৎ বিয়ে ভেঙে দিয়েছেন। তাঁর আশঙ্কা, বর অসুস্থ। কোনও অসুখের কথা তাঁর কাছে গোপন করা হয়েছে, বিয়ের মণ্ডপে দাঁড়িয়েই সেই আশঙ্কা প্রকাশ করেন কনে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে