
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১১:৫১

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করা হবে কিনা—তার অপেক্ষায় এখন দেশ। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে টানা ১০ দিনের শুনানি শেষে রায়ের দিন ঘোষণা করা হয়েছে আগামী ২০ নভেম্বর (বৃহস্পতিবার)। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ মঙ্গলবার (১১ নভেম্বর) এ রায়ের তারিখ নির্ধারণ করেন।
