জুলাই আন্দোলনে নিহত শহীদের কন্যা লামিয়া ধর্ষণ মামলায় তিন আসামিকে ১০ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় পর্নগ্রাফি আইনে দুইজনকে আরও ৩ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) বেলা ১১টায় পটুয়াখালী জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিলুফার শিরিন এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত তিন কিশোর হলো—সাকিব মুন্সী, সিফাত মুন্সী ও ইমরান মুন্সী; তাঁদের প্রত্যেকের বয়স সতের বছর। রায় ঘোষণার পর তাদের যশোর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়।
মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৮ মার্চ সন্ধ্যায় পটুয়াখালীর দুমকী উপজেলার আলগি গ্রামে নানাবাড়িতে ফেরার পথে শহীদ জসিম উদ্দিনের কন্যা লামিয়াকে তিন কিশোর দলবদ্ধভাবে ধর্ষণ করে। এসময় তারা ধর্ষণের ভিডিও ধারণ করে ভয় দেখিয়ে চুপ থাকতে বলে।
পরদিন লামিয়া নিজেই থানায় মামলা করেন। তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ (২২ অক্টোবর) এই দণ্ড ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি মো. আব্দুল্লাহ আল নোমান বলেন, সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আদালত সর্বোচ্চ শাস্তি প্রদান করেছেন। এটি ভবিষ্যতে এমন অপরাধের বিরুদ্ধে দৃষ্টান্ত স্থাপন করবে।
লামিয়ার মা রুমা বেগম বলেন, “এই রায়ে আমি সন্তুষ্ট নই। আমি চেয়েছি ওদের ফাঁসি।”