প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১২:৫৪
ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালতে মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুটি মামলায় চার্জশিট গ্রহণ করা হয়েছে। পৃথকভাবে ১২ জন ও ১৭ জনের বিরুদ্ধে এ অভিযোগপত্র দাখিল করা হয়। আসামিরা সবাই পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।