ঢাকা মহানগর দায়রা জজ আদালত এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার সংশ্লিষ্টদের ৩২ কোটি ১০ লাখ টাকা মূল্যের ৯০ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন। বুধবার জাজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের উপপরিচালক তাহাসীন মুনাবিল হকের দাখিল করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়। এসব জমি চট্টগ্রামের কর্ণফুলী, ডবলমুরিং, কোতোয়ালীসহ আট থানা এবং গাজীপুর সদরে অবস্থিত।
দুদকের আবেদনে বলা হয়, সাইফুল আলম ও তার পরিবার ব্যাংক থেকে অবৈধ ঋণ নিয়ে তা আত্মসাৎ করেছেন। অনুসন্ধানে পাওয়া গেছে, তারা এসব টাকা দিয়ে দেশে-বিদেশে বিপুল সম্পদ গড়ে তুলেছেন। সম্পত্তি অন্যত্র হস্তান্তরের চেষ্টা করায় তা জব্দের আবেদন করা হয়।
এটি সাইফুল আলমের বিরুদ্ধে আদালতের সর্বশেষ পদক্ষেপ নয়। গত অক্টোবরে তাকে ও পরিবারের ১২ সদস্যকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়। জানুয়ারিতে তাদের ৩ হাজার ৫৬৩ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ করা হয়।
ফেব্রুয়ারিতে আদালত তার ৩৬৮ কোটি টাকার ১৭৫ বিঘা সম্পদ ও ৫ হাজার ১০৯ কোটি টাকার শেয়ার জব্দ করেন। গত মাসে আরও ৮ হাজার ১৩৩ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ করা হয়। ১০ মার্চ তার ১ হাজার ৬ বিঘা জমিও জব্দ করা হয়েছিল।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। আদালতের এসব আদেশ মানিলন্ডারিং সংক্রান্ত তদন্তের অংশ হিসেবে দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
বিচার বিভাগীয় সূত্রে জানা যায়, সাইফুল আলম ও তার পরিবারের বিরুদ্ধে চলমান তদন্তের আলোকে আরও পদক্ষেপ নেওয়া হতে পারে। সম্পত্তি হস্তান্তর রোধ করতেই জব্দের এ আদেশ দেওয়া হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।