প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১৬:৫০
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, অন্তরবর্তী সরকারের আমলেই বিচারক সংকট, অবকাঠামোগত উন্নয়নসহ সব প্রয়োজনীয় সংস্কার করা হবে। শনিবার (১২ এপ্রিল) সকালে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের ভবন নির্মাণের জন্য পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তার ভাষ্য অনুযায়ী, দেশের প্রতিটি জেলায় বিচারক সংকট এবং এজলাস সংকট একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বান্দরবানে বর্তমানে যে কোর্টটি রয়েছে, সেখানে জায়গার অভাব হয়ে পড়েছে, যার কারণে বিচারপ্রত্যাশী ও মামলা দায়েরকারীদের সমস্যায় পড়তে হচ্ছে।