গোয়ালন্দে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা-রাজবাড়ী জেলা প্রতিনিধি
প্রকাশিত: বুধবার ১৯শে মার্চ ২০২৫ ০৭:৩১ অপরাহ্ন
গোয়ালন্দে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১৯ মার্চ) উপজেলা রিসোর্স সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান। 


সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ বাবর আলী। 


বিশেষ অতিথি গোয়ালন্দ উপজেলা শিক্ষা অফিসার মোঃ কবির হোসেন,  সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার  নাসরিন নাহার, মোঃ আজিজুল ইসলাম,  উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি বোরহান উদ্দিন আহমেদ, মোজাম্মেল হক, আব্দুল লতিফ,সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি কেএম বেলায়েত হোসেন, উপজেলা সহকারী  শিক্ষক সমাজের সভাপতি শেখ নাজিম উদ্দীন রাসেল সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।


অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাসরিন আক্তার ইতি। 


দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন হাউলি কেউটিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম ইয়াসিন দাউদ।