রাজবাড়ীতে মুরগী চুরির মামলায় তামিম হাসান রতন নামে এক আসামির ২দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে মামলার শুনানি শেষে ১নং আসামি রাজবাড়ী পৌরসভার ড্রাই আইচ ফ্যাক্টরী এলাকার মো. বিল্লাল হোসেনের ছেলে মো. তামিম হাসান রতনকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালতের বিচারক আবু হাসান খায়রুল্লাহ।
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক মো. বোরহান উদ্দীন জানান, ১৩ অক্টোবর রাজবাড়ীর বিনোদপুর এলাকার মো. মিজানুর রহমান সদর থানায় তার নিজ হ্যাচারী থেকে এক হাজার মুরগী চুরির মামলাটি দায়ের করেন। ৫ জন আসামির মধ্যে রতন ও রকিকে গ্রেফতার করে তদন্তের স্বার্থে ৫ দিনের পুলিশ রিমান্ড আবেদন করলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।