মাদারীপুরের ডাসার উপজেলায় এম এম আয়ুর্বেদিক নামে একটি কোম্পানির ওষুধসহ অন্যান্য কোম্পানির ওষুধ ফেরি করে বিক্রি করার দায়ে এক নারী চিকিৎসককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ বুধবার দুপুরে বালিগ্রাম ইউনিয়নের ধূয়াষার গ্রামের বীর মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আকনপাড়ায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
এসময় ওই নারী চিকিৎসকের কাছ থেকে এম এম আয়ুর্বেদিক কোম্পানির ওষুধসহ প্রায় ২০ হাজার টাকার বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীনের নেতৃত্বে থানা পুলিশ অভিযান পরিচালনা করে এই জরিমানা কার্যকর করেন। ভ্রাম্যমান আদালতের বিচারক সাইফ-উল আরেফীন জানিয়েছেন, স্থানীয় সচেতন মহল প্রশাসনকে খবর দেয়ার পর এ অভিযান চালানো হয়।
ফাতেমা আক্তার মুন্নী নামে ওই নারী চিকিৎসক প্রায় অর্ধশত নারীকে চিকিৎসা প্রদান করতেন এবং এম এম আয়ুর্বেদিক কোম্পানির ওষুধ বিক্রি করতেন। স্থানীয় বাসিন্দারা জানান, মোটরসাইকেলে করে আসা ওই নারী চিকিৎসক তাদের গ্রামে চিকিৎসা দিতে এসে ওষুধ বিক্রি করতেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন জানান, 'এ ধরনের অনিয়ম প্রতিরোধে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।' তিনি আরও বলেন, 'ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এবং ব্যাপক তদন্তের মাধ্যমে যাতে এ ধরনের কর্মকাণ্ড আরও না ঘটে, সে দিকে নজর রাখা হবে।'
এ ঘটনাটি স্থানীয় এলাকাবাসী এবং প্রশাসনের জন্য একটি সতর্ক সংকেত হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনকে সহযোগিতা করে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করার বিষয়ে এলাকাবাসী আশাবাদী।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।