প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১৬:২৬
২০১৬ সালের কল্যাণপুর জাহাজ বাড়িতে জঙ্গি সাজিয়ে ৯ জনকে হত্যার মামলায় সাবেক পুলিশ প্রধান একেএম শহীদুল হকসহ তিন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।