ভালোবাসা দিবসে খাগড়াছড়িতে পর্যটকদের উপচে পড়া ভীড়

নিজস্ব প্রতিবেদক
আরিফুল ইসলাম মহিন -খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার ১৪ই ফেব্রুয়ারি ২০২৫ ১১:২৭ পূর্বাহ্ন
ভালোবাসা দিবসে খাগড়াছড়িতে পর্যটকদের উপচে পড়া  ভীড়

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দেশের পর্যটন শহর খাগড়াছড়িতে উপচে পড়া ভিড় দেখা গেছে। জেলার বিভিন্ন পর্যটন স্পট বিশেষ করে আলুটিলা পর্যটন কেন্দ্র, রিছাং ঝরনা, সাজেক ভ্যালি ও অন্যান্য বিনোদন কেন্দ্রে পর্যটকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।


পর্যটকরা দল বেঁধে এসেছেন পরিবার, বন্ধু কিংবা প্রিয়জন নিয়ে। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে তরুণ-তরুণীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।


স্থানীয় এক পর্যটক বলেন, "আজকের বিশেষ দিনটাকে স্মরণীয় করে রাখতে প্রিয়জনদের নিয়ে পার্কে ঘুরতে এসেছি। বন্ধু-বান্ধবের সঙ্গেও আনন্দ করছি, বেশ ভালোই লাগছে।"


ঢাকা থেকে আসা পর্যটক ইসমাঈল হোসেন জানান, "শুক্রবার ছুটির দিন থাকায় বন্ধুরা মিলে খাগড়াছড়িতে চলে এসেছি। অনেকদিন ধরেই আসার ইচ্ছে ছিল, আজ সেটি পূরণ হলো। এখানকার পরিবেশ খুবই সুন্দর।"


চট্টগ্রাম থেকে আসা এক দম্পতি বলেন, "ভালোবাসা দিবসে আমরা প্রতিবছরই কোথাও না কোথাও ঘুরতে যাই। আমাদের ছেলে-মেয়েরাও এখানে এসে দারুণ উপভোগ করছে। খাগড়াছড়ির প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অসাধারণ।"


খাগড়াছড়ির ফাস্টফুড দোকানগুলোর মালিকরা জানিয়েছেন, তরুণ ক্রেতাদের উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছে তাদের। দোকানগুলোতে খাবার অর্ডার দিতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে ক্রেতাদের।


এছাড়া, প্রেমিক-প্রেমিকাদের প্রায় সবার হাতেই দেখা গেছে লাল গোলাপ। কেউ প্রেমিকাকে উপহার দিচ্ছেন, কেউবা প্রিয়জনের সঙ্গে ছবি তুলে ভালোবাসার মুহূর্ত স্মরণীয় করে রাখছেন।


এদিকে ভালোবাসা দিবসকে কেন্দ্র করে খাগড়াছড়ির সব আবাসিক হোটেল ও মোটেল আগেই বুকিং হয়ে গেছে। পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছেন, এমন জমজমাট পরিবেশ প্রতিবছর ভালোবাসা দিবসে দেখা যায়।


হোটেল মালিকদের একজন বলেন, "পর্যটকদের বাড়তি চাহিদা মেটাতে আমরা বিশেষ সুযোগ-সুবিধা দিয়েছি। খাগড়াছড়িতে আসা যুগলদের কথা চিন্তা করে রোমান্টিক পরিবেশও সাজানো হয়েছে।"


বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে খাগড়াছড়িতে যে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে, তা শহরটির পর্যটন শিল্পের জন্য ইতিবাচক। স্থানীয় ব্যবসায়ীরা মনে করছেন, এমন আয়োজন ও পর্যটকদের আগমন আগামীতে আরও বৃদ্ধি পাবে।


পর্যটকদের নিরাপত্তার বিষয়েও প্রশাসনের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। আইনশৃঙ্খলা বাহিনী পর্যটন স্পটগুলোতে সার্বক্ষণিক নজরদারি রেখেছে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।


ভালোবাসার দিনটি ঘিরে খাগড়াছড়ির সৌন্দর্যের সঙ্গে মিশে গেছে মানুষের প্রাণবন্ত উচ্ছ্বাস। পর্যটকদের আনন্দঘন মুহূর্তগুলোই বলে দেয়, প্রকৃতির মাঝে ভালোবাসার আনন্দ উদযাপন সত্যিই অনন্য।