রিফাত হত্যা: এসএসসি পরীক্ষা দিতে ২ আসামিকে জামিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ৮ই জানুয়ারী ২০২০ ১০:৪৪ অপরাহ্ন
রিফাত হত্যা: এসএসসি পরীক্ষা দিতে ২ আসামিকে জামিন

এসএসসি পরীক্ষায় (১ ফেব্রুয়ারি) অংশ নেওয়ার সুযোগ দিতে বরগুনার আলোচিত শাহনেওয়াজ রিফাত (রিফাত শরীফ) হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক দুই আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় বরগুনা শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ জামিন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্তরা হলেন- আরিয়ান হোসেন শ্রাবন ও মারুফ মল্লিক। আরিয়ান হোসেন শ্রাবনের আইনজীবী গোলাম মোস্তফা কাদের জানান, বুধবার শিশু আদালতে অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের সময় আরিয়ান হোসেন শ্রাবন ও মারুফ মল্লিকের জামিন আবেদন করা হয়। এসময় বিচারক শুনানি শেষে আদেশের অপেক্ষায় রাখেন। সন্ধ্যায় তাদের পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

গত ১ সেপ্টেম্বর রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুই ভাগে বিভক্ত অভিযোগপত্র (চার্জশিট) দেয় পুলিশ। একই সঙ্গে রিফাত হত্যা মামলার এক নম্বর আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

গত ২৬ জুন সকাল সোয়া ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা রিফাত শরীফকে প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। চিকিৎসাধীন অবস্থান ওই দিন বিকালে  বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ পাঁচ-ছয় জনকে অজ্ঞাত আসামি করে বরগুনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার চার্জশিটভুক্ত প্রাপ্তবয়স্ক আসামি মো. মুসা এখনও পলাতক।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব