ঝালকাঠিতে একমাসে মোবাইল কোর্টে ৬৩ টি জনকে দন্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ১৪ই নভেম্বর ২০২১ ০৫:১৩ অপরাহ্ন
ঝালকাঠিতে একমাসে মোবাইল কোর্টে ৬৩ টি জনকে দন্ড

ঝালকাঠির জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় জেলা প্রশাসক মো: জোহর আলীর সভাপতিত্বে আইন শৃংখলা কমিটির সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লতিফা জান্নাতি, সিভিল সার্জন ডা: রতন কুমার ঢালি, অতিরিক্ত পুলিশ সুপার এস.পি সার্কেল সদর প্রশান্ত কুমার দে, উপপরিচালক এনএসআই, উপজেলা চেয়ারম্যান সদর খান আরিফুর রহমান, উপজেলা চেয়ারম্যান নলছিটি সিদ্দিকুর রহমান, উপজেলা চেয়ারম্যান রাজাপুর মো: মনিরুজ্জামান ও উপজেলা নির্বাহি কর্মকর্তাগন কমিটিভুক্ত সরকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন। 


সভায় ঝালকাঠি জেলায় আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রিত থাকায়  সভায় সন্তোষ প্রকাশ করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লতিফা জান্নাতি গত অক্টোবর মাসের মোবাইল কোর্ট পরিচালনা সংক্রান্ত  প্রতিবেদন উপস্থাপন করেন। 


এই মাসে ১৪০টি মোবাইল কোডের আওতায় ১৩০টি মামলা দায়ের হয়েছে এবং ৬ লাখ ২৬ হাজার ৮৫০ টাকা রেকর্ড পরিমান জরিমানা আদায় হয়েছে। ৬৩ জনকে দন্ডিত করা হয়েছে ও ১৪ জনকে কারাদন্ড প্রদান করা হয়েছে। 


এর পূর্বের মাসে ৫৩ টি মোবাইল কোর্টের আওতায় ১২৪ টি মামলায় ১১৪ জনকে অর্থদন্ড করে ১ লাখ ১৪ হাজার ৮৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ২ জনকে কারাদন্ড প্রদান করা হয়েছে।