গোয়ালন্দে আইএফআইসি ব‍্যাংকের উদ্যোগে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা-রাজবাড়ী জেলা প্রতিনিধি
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৯ই জানুয়ারী ২০২৫ ০৭:১৫ অপরাহ্ন
গোয়ালন্দে আইএফআইসি ব‍্যাংকের উদ্যোগে কম্বল বিতরণ

রাজবাড়ীর গোয়ালন্দে আইএফআইসি ব‍্যাংকের উদ্যোগে শতাধিক শীতার্ত মানুষের জন‍্য শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে।


বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকাল  সাড়ে ৪ টায় গোয়ালন্দ বাজার পোদ্দার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ব‍্যাকের নিজস্ব কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।


শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আইএফআইসি ব‍্যাংকের ম‍্যানেজার মো. সোহরাব হোসাইনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন চর বরাট শিশু সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক কে এম নাজমুল হক, ব‍্যাংকের সহকারি ম‍্যানেজার হারুন-অর-রশীদ, শাখা ভবন মালিক কোমল পোদ্দার সহ ব‍্যাংকের অন‍্যান‍্য কর্মকর্তাবৃন্দ ও কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগত সবাই আইএফআইসি ব্যাংকের এ ধরনের মানবিক কাজের প্রশংসা করেন এবং সমাজে বিত্তশালী অন্যদের এগিয়ে আসার আহ্বান জানান।


আইএফআইসি ব্যাংকের গোয়ালন্দ  শাখার ম্যানেজার মো. সোহরাব হোসাইন জানান, আগামীতেও ব্যাংকের পক্ষ থেকে এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।