অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলাদেশের কাগজ’র লোগো উন্মোচন

নিজস্ব প্রতিবেদক
আনোয়ার হোসেন আনু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: বুধবার ৩০শে অক্টোবর ২০২৪ ০৩:৩৫ অপরাহ্ন
অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলাদেশের কাগজ’র লোগো উন্মোচন

“সত্যের নতুন দিগন্ত” স্লোগান নিয়ে অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলাদেশের কাগজ’ (bdkagoj.com) এর লোগো উন্মোচন করা হয়েছে। একঝাঁক তরুণ গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে শীঘ্রই আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে এই পোর্টালটি।


মঙ্গলবার দুপুরে বরগুনার তালতলী উপজেলার শুভ সন্ধ্যা সমুদ্রসৈকতে লোগো উন্মোচন করেন সম্পাদক কাজী সাঈদ, নির্বাহী সম্পাদক আনোয়ার হোসেন আনু, ব্যবস্থাপনা সম্পাদক মো. সাইদুর রহমান সাইদ, বার্তা সম্পাদক জুয়েল ফরাজীসহ সংশ্লিষ্টরা। পোর্টালের প্রকাশকের দায়িত্ব নিয়েছেন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী কাজী রফিকুল ইসলাম।


লোগো উন্মোচন উপলক্ষে বিভিন্ন আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। এতে লাইভ অনুষ্ঠান, সংবাদ শিরোনাম, ছবি তোলা, হাঁড়িভাঙ্গা ও র‌্যাফেল ড্র প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি ছিল। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সম্পাদক, নির্বাহী সম্পাদক ও ব্যবস্থাপনা সম্পাদক।


বাংলাদেশের কাগজ নিউজ পোর্টালের সম্পাদক কাজী সাঈদ জানান, “প্রান্তিক জনপদের অবহেলিত জনগণের কথা বলবে বাংলাদেশের কাগজ। যে সব মানুষের কথা কোনো গণমাধ্যমে আসে না, তাদের কথা বলার উদ্দেশ্যে খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে।”


নির্বাহী সম্পাদক আনোয়ার হোসেন আনু বলেন, “হাজারো প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টাল থাকলেও আমরা সকল শ্রেণীর পাঠকের চাহিদা পূরণে ব্যর্থ হয়েছি। এসব বিষয় মাথায় রেখেই নতুন এই অনলাইন পোর্টালটির যাত্রা শুরু করতে যাচ্ছি। আশা করি সকলের সহযোগিতায় ‘বাংলাদেশের কাগজ’ পাঠকপ্রিয় হবে।”


অনুষ্ঠানটি স্থানীয় গণমাধ্যমকর্মী ও শুভাকাঙ্খীদের উপস্থিতিতে সফলভাবে সম্পন্ন হয়েছে।