প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২১, ২:১৪
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার ওসিকে স্বশরীরে তলব করেছেন বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত। রবিবার (৫ সেপ্টেম্বর) বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত এ আদেশ প্রদান করেন।
আদালত সূত্র জানায়, উপজেলার কুয়াকাটা পৌর এলাকার পশ্চিম কুয়াকাটা গ্রামের প্রবাসী শহিদ আকন’র স্ত্রী মাছুমা বেগম ১৪ ফেব্রæয়ারী ২০২১ একই গ্রামের মো: হাবিব খাঁ সহ ১২ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা, শ্লীলতা হানি ও মারধর করে নগদ টাকা ও স্বর্নালংকার ছিনিয়ে নেয়ার অভিযোগে বিজ্ঞ আদালতে একটি নালিশী মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলার অভিযোগের বিষয়ে মহিপুর ওসি (স্বয়ং)কে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এরপর দীর্ঘদিনেও আদালতের নির্দেশ পালন না করায় বিজ্ঞ আদালত আজ মহিপুর থানার ওসিকে স্বশরীরে প্রতিবেদন সহ আদালতে তলব করেন।
বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত এর বে সহকারী মো: ফেরদৌস মিয়া এবং বাদী পক্ষের নিযুক্তীয় কৌশলী অ্যাডভোকেট মো: নাসির উদ্দিন এ আদেশের সত্যতা নিশ্চিত করেছেন।