মাজারে হামলা, ভাঙচুর, চাঁদাবাজি ও লুটপাটের ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনোভাবেই জড়িত নয় বলে দাবি করেছে দলটির নেতারা। শনিবার (১৪ সেপ্টেম্বর) দেবীদ্বার উপজেলার ‘ডায়না হোটেলে’ স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এই দাবি করেন জামায়াত নেতারা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবীদ্বার উপজেলা শাখার আয়োজিত এই সভায় নেতারা জানান, দলটি ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, ও জবরদখল রোধে প্রশাসনের সঙ্গে কাজ করে যাচ্ছে। পাশাপাশি, সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপাসনালয় রক্ষায় প্রতিশ্রুতি দিয়েছে এবং বন্যাদুর্গতদের সাহায্য করে তাদের আবাসন নির্মাণে সহায়তা করছে।
জামায়াত নেতারা আরও জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেবীদ্বারের ১০ জন শহীদ ও অসহায় পরিবারের উন্নয়নে কাজ করে যাচ্ছে দলটি। আহতদের চিকিৎসা সেবাতেও তারা অবদান রাখছে। বৈষম্যহীন, বাসযোগ্য বাংলাদেশ নির্মাণে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ এবং শহীদদের রক্ত যেন বৃথা না যায়, সেজন্য কাজ চালিয়ে যাচ্ছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি মো. সাইফুল ইসলাম শহীদ। উপজেলা আমীর অধ্যাপক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে ও পৌর আমীর ফেরদৌস আহমেদের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর মো. গোলাম মোস্তফা, উপজেলা সেক্রেটারি মো. রুহুল আমিন খান এবং পৌর সেক্রেটারি ক্বারী মো. ওয়ালী উল্লাহ।
জামায়াত নেতারা দাবি করেন, দলটি সবসময় শান্তি ও উন্নয়নের পক্ষে কাজ করছে এবং যেকোনো ধরনের সন্ত্রাসমূলক কর্মকাণ্ড থেকে নিজেদের দূরে রাখছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।