বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে আ.লীগ সমর্থিতদের জয়

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২২, ২৩:১৬

শেয়ার করুনঃ
বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে আ.লীগ সমর্থিতদের জয়

বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগের অ্যাড. লস্কর নুরুল হক ৪৮৬ ভোট  এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম খোকন ৫৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

 

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকালে বিজয়ীদের নামের তালিকা প্রকাশ করা হয়। যেখানে ১১ টি পদের মধ্যে শুধুমাত্র ১ টি পদে নীল প্যানেল অর্থাৎ বিএনপির জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আর বাকী ১০ টি পদে সাদা প্যানেল অর্থাৎ আওয়ামীলীগের বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

 

যারমধ্যে সহ-সভাপতির ২টি পদে সাদা প্যানেলের বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত মোস্তাফিজুর রহমান নওশের ৫৩৫ ভোট ও বিষ্ণুপদ মুখার্জী ৪০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদকের ১টি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত মোঃ সাইফুল ইসলাম মোল্লা ৪৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

 

যুগ্ম সম্পাদকের ২টি পদের মধ্যে নীল প্যানেলের জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত জাহিদুল ইসলাম পান্না ৪০৩ এবং সাদা প্যানেলের বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত কাজী আবুল কালাম ৪৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

 

https://enews71.com/storage/ads/01JQ184AJV9F0T856X9BBSG85X.gif

নির্বাহী সদস্যর ৪টি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত মোঃ আনোয়ার হোসেন (বাচ্চু)৫৫৪, মোঃ আর্শিব উদ্দিন (শাওন)৬২৬, মোঃ আতিকুর রহমান খান (রাজু) ৫৫৮ ও সুমন বাড়ৈ ৪৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।।

 

উল্লেখ্য গত বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ স্বতঃস্ফূর্ত ভাবে সম্পন্ন হয়।এ নির্বাচনে ৯৭৫ জন আইনজীবী ভোটারের মধ্যে ৮৩২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি ও সম্পাদকসহ ১১ পদের বিপরীতে ২৩ প্রার্থী স্ব স্ব অবস্থানে থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্রতি বছরের মতো এবারও হেভিওয়েট ভোটারা তাদের ভোট প্রয়োগ করেন। এসময় সাবেক মন্ত্রী ও প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর করিব নানক, গোলাম আব্বাস চৌধুরী দুলাল, বলরাম পোদ্দারসহ অন্যান্য নেতাকর্মীর উপস্থিত থেকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্রার্থীদের আনন্দ ও উৎসাহ দেন। এছাড়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পক্ষে সাবেক এমপি সরোয়ার হোসেন ও বিলকিস জাহান শিরিনসহ অন্যান্য নেতাকর্মীর প্রার্থীদের উৎসাহিত করেন।

 

নির্বাচনে কমিশনার হিসাবে দায়িত্ব পালন করবেন আফজালুল করিম ও সহকারী কমিশনার কাইয়ুম খান কায়সার, নিয়াজ মাহমুদ খান, আহাদ আলী খান, আব্দুল খালেক মনা, রফিকুল ইসলাম ঝন্টু, মাইনুর আবেদিন তুহিন, আরিফুর রহমান রাসেল ও গোলাম ফারুক ডাবলু।

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

১৭ নভেম্বর শেখ হাসিনা মামলার রায় ঘোষণা

১৭ নভেম্বর শেখ হাসিনা মামলার রায় ঘোষণা

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১৭ নভেম্বর (রবিবার) এই মামলার রায় ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১২টা ৯ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন

গণঅভ্যুত্থানে শেখ হাসিনার বিরুদ্ধে যত অভিযোগ, রায় ঘোষণার অপেক্ষা

গণঅভ্যুত্থানে শেখ হাসিনার বিরুদ্ধে যত অভিযোগ, রায় ঘোষণার অপেক্ষা

গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণার অপেক্ষায় দেশ। আগামীকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার রায় ঘোষণা হতে পারে বলে জানা গেছে। এর মাধ্যমে গণঅভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের প্রথম বিচারের রায় ঘোষণা হতে যাচ্ছে। মামলার অন্যতম আসামি ও সাবেক আইজিপি

রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনকে ট্রাইব্যুনালে হাজির

রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনকে ট্রাইব্যুনালে হাজির

জুলাই–আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার অন্যতম আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। সকাল ৯টার পর কড়া নিরাপত্তায় তাঁকে প্রিজনভ্যানে করে আদালতে হাজির করে পুলিশ। এদিন ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার এর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল মামলার রায়ের তারিখ নির্ধারণের শুনানি করেন। মামলাটির অন্য দুই পলাতক

আপিলের শুনানি শেষ: তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার রায় ২০ নভেম্বর

আপিলের শুনানি শেষ: তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার রায় ২০ নভেম্বর

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করা হবে কিনা—তার অপেক্ষায় এখন দেশ। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে টানা ১০ দিনের শুনানি শেষে রায়ের দিন ঘোষণা করা হয়েছে আগামী ২০ নভেম্বর (বৃহস্পতিবার)। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ মঙ্গলবার (১১ নভেম্বর) এ রায়ের তারিখ নির্ধারণ করেন। বেঞ্চের অন্যান্য সদস্যরা হলেন—বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো.

তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত

তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত

সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় দেশের অধস্তন আদালতের তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের উপস্থিতিতে প্রশাসন ভবন-৪-এর দ্বিতীয় তলায় কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই সভায় পদোন্নতির পাশাপাশি প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও গৃহীত হয়েছে। ফুলকোর্ট সভার সিদ্ধান্ত অনুযায়ী, পদোন্নতি প্রাপ্ত বিচারকদের তালিকা দ্রুত আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আইন বিশেষজ্ঞরা বলছেন,