স্বাস্থ্যবিধি মানতে গণপরিবহনে ভ্রম্যমান আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদক
নেছার উদ্দিন খান, স্টাফ রিপোর্টার, সাভার:
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২০শে জানুয়ারী ২০২২ ০৬:৩৯ অপরাহ্ন
স্বাস্থ্যবিধি মানতে গণপরিবহনে ভ্রম্যমান আদালতের অভিযান

মহাসড়কে গণ পরিবহনে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সাভারের আশুলিয়ায় বিভিন্ন পরিবহনে অভিযান চালিয়ে জরিমান করেছেন ভ্রাম্যমান আদালত৷


বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেলে আশুলিয়ার বাইপাইল এলাকায় এ অভিযান পরিচালনা করেছেন আশুলিয়ার সহকারী ভূমি কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন।


এসময় মাস্কবিহীন চলাচল করায় দুইজন বাসের কর্মচারীকে ৪০০ টাকা জরিমানা করা হয়। এবং একটি হোটেলকে ৩০০ টাকা ও পরিবেশের ক্ষতি হওয়া নিষিদ্ধ পলিথিনের একটি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।


আশুলিয়ার সহকারী ভূমি কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন ই নিউজ৭১ কে বলেন, করোনার ও অমিক্রনের আক্রান্তের সংখ্যা দিন দিন বেরেই চলছে। তাই স্বাস্থ্যবিধি মানাতে আমাদের এই কার্যক্রম। আসেলে জরিমানা করায় সব নয়। জরিমানা চাইলে সবাইকেই করা যায়। কিন্তু একজনকে জরিমানা করে বাকি সবাইকে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা বৃদ্ধি করায় আমাদের লক্ষ্য। 


অভিযানে নিরাপত্তার দ্বায়িত্ব ছিলেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাচিব সিকদারসহ পুলিশ সদস্যরা।