প্রকাশ: ১০ জানুয়ারি ২০২২, ৩:১
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে ৬ মাদকসেবীকে হেরোইন সেবনরত অবস্থায় গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (১০ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেড় ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম এর নেতৃত্বে ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মো. জিল্লুর রহমান এর তত্বাবধানে এ অভিযান পরিচালনা করেন।
আটককৃত মাদকসেবীরা হলো, গোয়ালন্দ উপজেলার সিদ্দিক কাজীর পাড়া এলাকার মো. দুলাল মোল্লার ছেলে মো. জাকির মোল্লা (২৮), মজিদ শেখের পাড়া এলাকার মো. রব ব্যাপারীর ছেলে আরিফ ব্যাপারী (২৬), পোড়াভিটা এলাকার মৃতঃ আজাহার খাঁর ছেলে মো. আকরাম খাঁ (২৮), রাজবাড়ী সদর থানার খানখানাপুর এলাকার তৈয়ুমুর রহমান এর ছেলে মো. আবু ওসমান (৩২), পোড়াভিটা এলাকার মো. আরমান শেখের ছেলে মো. জামাল শেখ (৪৫), উত্তর দৌলতদিয়া ব্যাপারী পাড়া এলাকার মৃত বেলায়েত শেখ এর ছেলে মো.লালমিয়া শেখ (৪০)।
আটককৃত মাদকসেবী প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাস করে কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে এই মাদকসেবীদেরকে আটক করা হয়। তিনি আরো বলেন, গোয়ালন্দ উপজেলাকে মাদকমুক্ত করতে আমাদের এ অভিযান অব্যহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।