প্রকাশ: ১ জুলাই ২০২১, ১৩:২০
বাংলাদেশের করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে দেশের সব অধস্তন আদালত, ট্রাইব্যুনালের কার্যক্রম ১ থেকে ৭ জুলাই পর্যন্ত পরিচালনা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া ভার্চ্যুয়াল পদ্ধতিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম সীমিত পরিসরে পরিচালনার সিদ্ধান্ত হয়েছে।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশক্রমে আজ বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। করোনাভাইরাসের বিস্তার রোধে ১ থেকে ৭ জুলাই পর্যন্ত বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা জারির পর বিকেলে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে আদালতের কার্যক্রম পরিচালনা বিষয়ে পৃথক বিজ্ঞপ্তি আসে।
অধস্তন আদালতে যেভাবে চলবে কার্যক্রমঐ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় প্রত্যেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একজন ম্যাজিস্ট্রেট এবং ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী জেলা বা মহানগরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন আদালতে এক বা একাধিক ম্যাজিস্ট্রেট স্বাস্থ্যবিধি অনুসরণ করে শারীরিক উপস্থিতিতে দায়িত্ব পালন করবেন ।