প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২১, ২১:১০
বরগুনা সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছেন রিফাত হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি (অপ্রাপ্তবয়স্ক) মো. রাশিদুল হাসান রিশান ফরাজী। বিষয়টি সনিশ্চিত করেছেন রিশানের মা রেশমা বেগম।
রিশান বরগুনার পৌরসভার ৪ নং ওয়ার্ডের ধানসিঁড়ি রোডের দুলাল ফরাজীর ছেলে এবং এ মামলার দুই নম্বর আসামি রিফাত ফরাজীর ছোট ভাই। তাকে আদালত ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন। উল্লেখ্য, গত বছরের ৩০ সেপ্টেম্বর রায়ে রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ৬ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয় একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
ওই দিন মামলায় ২৪ জন আসামি থাকলেও তাদের মধ্যে মিন্নিসহ ১০ আসামির রায় ঘোষণা করা হয়। পরে ২০২০ সালের ২৭ অক্টোবর একই মামলায় বাকি অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির মধ্যে ছয়জনের ১০ বছর, চারজনের পাঁচ বছর ও একজনের তিন বছরের কারাদণ্ড দেন আদালত। এ মামলায় তিনজনকে খালাস দেওয়া হয়।