চাকুরী ফেরত চেয়ে সংবাদ সমেম্মলন গ্রাম পুলিশের

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: সোমবার ১৭ই জানুয়ারী ২০২২ ০৬:৩৭ অপরাহ্ন
চাকুরী ফেরত চেয়ে সংবাদ সমেম্মলন গ্রাম পুলিশের

ইউপি চেয়ারম্যানের সাথে মনমানিল্য হওয়ায় বিনা নোটিশে ও কারন ছাড়াই চাকুরীচুত করায় গ্রাম পুলিশ তার চাকুরী ফিরে পেতে সংবাদ সম্মেলনের মাধ্যমে আবেদন করেছেন।


রবিবার(১৬ জানুয়ারি) বিকেলে হাকিমপুর (হিলি) প্রেসক্লাবে হিলির পাশ্ববর্তী জয়পুর জেলার পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ফারুক হোসেন, সংবাদ সম্মেলনে তার লিখিত বক্তব্যে বলেন, ২০০৬ সালের ২ জানুয়ারী থেকে মহল্লাদার (গ্রাম পুলিশ)পদে চাকুরী করে আসছি। চাকুরীরত অবস্থায় একটি দৈনিক পত্রিকায় ভিজিডি কার্ডের চাল কম দেওয়ার সংবাদ প্রকাশিত হয়। 


এ নিয়ে চেয়ারম্যান আমাকে সন্ধেহ করে। প্রকাশিত সংবাদ নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে আমার মন মানিল্য হওয়ায় কোন প্রকার কাগজপত্র বা নোটিশ ছাড়াই আমাকে চাকুরীচ্যুত করা হয়। চাকুরি ফিরে পেতে জেলা প্রশাসক, উপজেলা নিবার্হী অফিসার বরাবরে আবেদন করেও কোন প্রতিকার পাচ্ছিনা। 


এমনকি আমাকে কি কারনে চাকুরী চুত করা হলো তাও জানানো হচ্ছেনা। আমি চাকুরী হারিয়ে কর্মহীন অবস্থায় মা, স্ত্রী ও ২ পুত্র নিয়ে খুব কষ্টে মানবেতর জীবন যাপন করছি। আমি চাকুরী চলমান করার জন্য উর্দ্ধতন কতৃপক্ষের নিকট আকুল আবেদন করছি।