হিলিতে তিনদিন ব্যাপি কৃষি মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: সোমবার ২৪শে ফেব্রুয়ারি ২০২৫ ০৬:০২ অপরাহ্ন
হিলিতে তিনদিন ব্যাপি কৃষি মেলার উদ্বোধন

রংপুর বিভাগ কৃষি ও গ্রামীন উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় র্যালি, স্টল পরিদর্শন ও আলোচনা সভার মধ্যে দিয়ে দিনাজপুরের হাকিমপুর হিলিতে তিনদিন ব্যাপি কৃষি মেলা-২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে। 


রবিবার(২৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা চত্বরে কৃষি সম্পাসরণ অধিদপ্তরের আয়োজনে এই মেলার ফিতা কেটে উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।


এর আগে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবারও সেখানে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে অতিথিরা মেলায় আগত স্টলগুলো ঘুরে ঘুরে পরিদর্শন করেন। 


এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ আরজেনা বেগম, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মেজবাহুর রহমান, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, উপজেলা জামায়াতে ইসলামী আমীর আমিনুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফরিদ খান, থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত এস এম জাহাঙ্গীর আলম, বোয়ালদাড় ইউপির প্যানেল চেয়ারম্যান নাজমুল হোসেন, আলিহাট ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ ইমরান আলী সহ অনেকে। 


হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম বলেন, কৃষকদের বিভিন্নভাবে উদ্বুদ্ধকরণের জন্য  নতুন নতুন কিছু জাত বা চাষ আছে তারা যেন এইগুলো চাষাবাদ করেন এবং ধরে রাখেন সেই লক্ষে আজকে এই মেলার আয়োজন করা হয়েছে। এবারে মেলায়  ১৪ টি স্টলে কৃষকরা তাদের বিভিন্ন গাছ, ও কৃষি পণ্য সাজিয়ে রেখেছেন।