গোয়ালন্দে অবৈধ মাটি ও বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থান

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা-রাজবাড়ী জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার ২৪শে ফেব্রুয়ারি ২০২৫ ০৪:১১ অপরাহ্ন
গোয়ালন্দে অবৈধ মাটি ও বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থান

গোয়ালন্দ উপজেলা প্রশাসন অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থান নিয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান সোমবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ ঘোষণা দেন। তিনি বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।  


গত কয়েকদিন আগে দৌলতদিয়া পদ্মার চর থেকে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের চেষ্টা করা হয়। এ সময় বেশ কয়েকটি ড্রাম ট্রাক জব্দ করে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় এবং তাদের সতর্ক করা হয় যেন তারা ভবিষ্যতে এ ধরনের কাজে জড়িত না হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এরপরও যদি কেউ অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।  


সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আসাদুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. মাহাবুব, উপজেলা সমাজসেবা অফিসার মো. রুহুল আমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালাম বেগমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।  


সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আসন্ন রমজান মাসে বাজার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মনিটরিং জোরদার করা, খোলা ট্রাকে বালু পরিবহন বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা, পোড়াভিটা ও অন্যান্য স্থানে মাদকবিরোধী অভিযান চালানো এবং মাদক ব্যবসায়ী ও সেবীদের গ্রেপ্তারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে মাদকসেবীদের আড্ডা বন্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়।  


উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাদক, চুরি ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচার প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধ প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন এবং অপরাধমুক্ত সমাজ গঠনে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।