সিরাজগঞ্জে ধানখেত থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
পারভেজ সরকার স্টাফ রিপোর্টার
প্রকাশিত: সোমবার ২৪শে ফেব্রুয়ারি ২০২৫ ০৪:০৯ অপরাহ্ন
সিরাজগঞ্জে ধানখেত থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জের রায়গঞ্জে ধানখেত থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে চান্দাইকোনা ইউনিয়নের নিঝুড়ি তালতলা ব্রিজের নিচে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।  


স্থানীয়দের ভাষ্যমতে, নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর, গায়ের রঙ ফর্সা, মাঝারি গড়নের। তার পরনে ছিল কালো প্যান্ট ও নীল রঙের পোলো শার্ট। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যার পর ব্রিজের উপর থেকে নিচে ফেলে রেখে গেছে।  


পুলিশ জানায়, ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে কোনো পরিচয় নিশ্চিত করা যায়নি। তবে আশপাশের এলাকায় খোঁজ নিয়ে যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।  


এলাকাবাসী জানান, এ ধরনের ঘটনা এখানে বিরল। ফলে হত্যার কারণ ও কারা এর সঙ্গে জড়িত তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। কেউ কেউ ধারণা করছেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।  


রায়গঞ্জ থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম বলেন, মরদেহ শনাক্তের কাজ চলছে। এখনো কেউ দাবি করেনি এটি তাদের আত্মীয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  


তিনি আরও জানান, নিহত যুবকের পরিচয় শনাক্তের জন্য আশপাশের থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে। এছাড়া স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কেউ তাকে চেনে কি না তা নিশ্চিত হওয়ার জন্য।  


এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ বলছে, দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করা হবে।  


এলাকায় এই হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত করে হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছে।