পরিবহন ভাড়া ও দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে বিএনপি’র বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: বুধবার ১০ই নভেম্বর ২০২১ ০৬:৩৪ অপরাহ্ন
পরিবহন ভাড়া ও দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে বিএনপি’র বিক্ষোভ

জ্বালানি তেল,গ্যাস,পরিবহন ভাড়া ও দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। বুধবার (১০ নভেম্বর) বেলা ১১ টায় বরিশাল নগরের সদররোডস্থ দলীয় কার্যলয়ের সামনে এ সমাবেশের আয়োজন করে মহানগর বিএনপি।


মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব মীর জাহিদুল কবিরের সঞ্চলনায় এতে বক্তব্য রাখেন মহানগর বিএনপির অ্যাডভোকেট আলি হয়দার বাবুল,জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আকতার হোসেন মেবুল,অ্যাডভোকেট আবুল কালাম আজাদ,অ্যাডভোকেট সাদিকুর রহমান লিঙ্কন,বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, মহানগর মহিলাদলে নেত্রী শামিমা আকবর,মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহবুবুর রহমন পিন্টু, মহানগর যুবদল সভাপতি অ্যাডভোকেট আখতরুজ্জামান শামীম প্রমুখ।


এসময় বক্তারা বলেন,এক এগারোতে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া আপোস করেনি বলেই আজ তাকে মিথ্যে মামলায় জড়িয়ে কারাবন্দি করে রাখা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা হস্তান্তরের সময় দেশের চালের মূল্য কতো ছিলো, আর আজ তা বৃদ্ধি করে কতোতে নিয়ে ঠেকানো হয়েছে। দিন দিন নিত্য প্রয়োজনীয় সব কিছুর দাম বাড়িয়ে যাচ্ছে সরকার। সরকার সাধারণ মানুষের রক্ত কৌশলে চুষে খাচ্ছে।


তারা বলেন, নিজ দেশের মানুষ বেকার জীবন-যাপন করছে। অথচ বাহিরের দেশের লোক এখানে এসে চাকুরির নামে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে, যা কেউ জানতেও পারছে না।


আগামীতে গনতন্ত্র, মৌলিক অধিকার ও ভোটাধিকার পুনঃউদ্ধারের আন্দোলন সংগ্রামের জন্য নেতা কর্মীদের ঐক্যবন্ধ থেকে কাজ করার আহবান জানান বক্তারা।