আড়িঁয়াল খা নদীর উপর সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে বৃহস্পতিবার বিকালে "বরিশাল -বাবুগঞ্জ -মীরগঞ্জ সড়কে আড়িঁয়াল খা নদের উপর প্রস্তাবিত মীরগঞ্জ সেতু নির্মাণ এলাকা" পরিদর্শন করেন সেতু বিভাগের সচিব এবং সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. আবু বকর ছিদ্দীক।
সরেজমিনে পরিদর্শনের পূর্বে তাঁরা প্রস্তাবিত মীরগঞ্জ ফেরিঘাটের জন্য তৈরী করা বিভিন্ন দপ্তর ও সংস্থার কাগজপত্র, প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিভিন্ন কাগজপত্র, সেতু বিভাগের বিভিন্ন কাগজপত্র, বিভিন্ন মন্ত্রনালয়ের পত্র সহ সংশ্লিষ্টদের পূর্বে এ বিষয়ে প্রস্তুত করা কাগজপত্র দেখে তারা সন্তোষ প্রকাশ করেন।
৫ সদস্যের এ প্রতিনিধি দল প্রস্তাবিত বাবুগঞ্জ-মুলাদি- হিজলা ও মেহেন্দিগঞ্জবাসীর প্রানের দাবী মীরগঞ্জে আড়িয়াল খাঁ নদীর উপর সেতু নির্মাণের প্রয়োজনীয়তা যাচাই বাচাইয়ের লক্ষে পরিদর্শনে আসেন। তাঁরা নদীর উভয় পাড়ে সরজমিনে বিভিন্ন তথ্য এবং চিত্র গ্রহণ করেন।
এ সময় প্রতিনিধিদলের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর নেতৃত্বে উপস্থিত ছিলেন, সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. আবু বকর ছিদ্দীক, সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, সংসদ সদস্য পংকজ দেবনাথ, সেতু বিভাগের কর্মকর্তারা সহ বাবুগঞ্জ উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো আমীনুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মো মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ,
উপজেলা আওয়ামীলীগ সভাপতি সরদার খালেদ হোসেন স্বপন, সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তারুজ্জামান মিলন, জাতীয় পার্টির সভাপতি মকিতুর রহমান কিসলু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহরিয়ার আহমেদ, ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক মো. শাহিন হোসেন, বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো মাহবুবুর রহমান, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরোয়ার মাহমুদ, মোঃ সিদ্দিকুর রহমান, প্রমুখ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।