সৌদি বাদশাহ শারীরিক অবস্থা স্থিতিশীল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ২২শে জুলাই ২০২০ ১০:৪২ পূর্বাহ্ন
সৌদি বাদশাহ শারীরিক অবস্থা স্থিতিশীল

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি হাসপাতাল থেকে ভিডিও কলের মাধ্যমে মন্ত্রিসভার বৈঠকেও অংশ নিয়েছেন তিনি।জানা গেছে, ৮৪ বছর বয়সী সৌদি বাদশাহ সালমান পিত্তাশয়ের প্রদাহ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার বিকালে সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যমে বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের মন্ত্রিসভার বৈঠকে যোগ দেয়ার একটি ফুটেজ প্রকাশিত হয়।ওই ভিডিওতে কোনো শব্দ না থাকলেও বাদশাহ সালমানকে হাসপাতাল থেকেই কয়েকটি নথি পড়তে দেখা গেছে।